Oppo Find X8 Ultra: ছবি লাগবে DSLR-এর মতো!পাঁচটি ক্যামেরা সেন্সরের সঙ্গে লঞ্চ হবে Oppo Find X8 Ultra | Oppo Find X8 Ultra Launch Date
Oppo Find X8 Ultra নিয়ে বর্তমানে আলোচনা তুঙ্গে। ওপ্পোর এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন আগামী ক’মাসের মধ্যেই বাজারে আসবে। এই ফোনটির প্রধান বিশেষত্ব হবে ক্যামেরা। উত্তেজনা বাড়িয়ে এদিন কোম্পানির Find সিরিজের প্রোডাক্ট ম্যানেজার আসন্ন ফ্ল্যাগশিপ ফোনটির ক্যামেরা সেন্সরগুলি প্রকাশ করেছেন। সঙ্গে তিনি আরও জানিয়েছেন যে, ভাল পোর্ট্রেট ও ভালো স্কিন টোন তোলার জন্য ফোনটি নতুন হার্ডওয়্যার ব্যবহার করবে।
চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবো-তে ওপ্পো ফাইন্ড এক্স৮ আল্ট্রার পাঁচটি ক্যামেরা সেন্সরের ছবি প্রকাশিত হয়েছে। এই পাঁচ ক্যামেরা সেন্সরের মধ্যে প্রাইমারি, আল্ট্রাওয়াইড, টেলিফটো, পেরিস্কোপ টেলিফটো এবং একটি স্পেকট্রাল ইমেজ সেন্সর অর্ন্তভুক্ত রয়েছে। উল্লেখ্য, পূর্বে এই স্মার্টফোনে লার্জ অ্যাপারচার, এবং ৩x ও ৬x অপটিক্যাল জুম সহ টেলিফটো ও পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে বলে নিশ্চিত করা হয়েছিল।
ওপ্পো ফাইন্ড এক্স৮ আল্ট্রার সেন্সরগুলির মধ্যে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৯০৬ এবং একটি ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৮৮২ ক্যামেরা হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি সূত্রের দাবি, সেন্সরগুলির মধ্যে একটি ম্যাক্রো ক্যামেরা হিসেবেও কাজ করবে। এছাড়া, ফোনটিতে ১ ইঞ্চির একটা ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি ৯০০ প্রধান ক্যামেরা ও আরেকটি ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৮৮২ আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।
Find X8 Ultra উন্নত স্কিন টোন ও কালার অ্যাকুরেসির জন্য স্পেকট্রাল ইমেজ সেন্সর পেতে চলেছে। এই ফোনের অন্যান্য সম্ভাব্য স্পেসিফিকেশনগুলির মধ্যে রয়েছে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৮২-ইঞ্চির কিউএইচডি+ অ্যামোলেড এলটিপিও ফ্ল্যাট ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ১৬ জিবি + ১ টিবি স্টোরেজ, ৬,০০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াট ওয়্যার্ড, ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং, এবং আইপি৬৮/আইপি৬৯ ওয়াটার রেজিট্যান্স।
বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। দর্শকরা এখন তাদের পছন্দ অনুযায়ী ওয়েব সিরিজ…
সহেলি মিত্র, কলকাতাঃ দীর্ঘ টালবাহানার পর অবশেষে বাংলার স্কুলগুলিতে গরমের ছুটি (Summer Vacation 2025) পড়েছে।…
সৌভিক মুখার্জী, কলকাতা: ইউকো ব্যাঙ্ক (Uco Bank) এবার সরকারের মালিকানা কমানোর পথে হাঁটছে। হ্যাঁ, চলতি…
ভারতের গ্রামীণ ব্যাংকগুলি এবার নতুন রূপ পেতে চলেছে। হ্যাঁ, সরকারের ‘ওয়ান স্টেট ওয়ান আরআরবি’ (One…
ভারতীয় রেলওয়ে তৎকাল টিকিট বুকিংয়ের সময়সূচিতে পরিবর্তন আনতে চলেছে, যা ৩০ মে ২০২৫ থেকে কার্যকর…
প্রীতি পোদ্দার, কলকাতা: বহু তর্ক বিতর্কের আবহের মাঝেই অবশেষে লোকসভা এবং রাজ্য সভায় ওয়াকফ আইন…
This website uses cookies.