লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Oppo Find X8 Ultra Display: স্মার্টফোনের দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করবে Oppo Find X8 Ultra, ক্যামেরা ও ডিজাইনে বিরাট চমক |Oppo Find X8 Ultra Processor

Published on:

বর্তমানে হালকা এবং পাতলা ফোনের চাহিদা বাড়ছে। ফলে স্মার্টফোন ব্র্যান্ডগুলিও স্লিম ও লাইটওয়েট মোবাইল আনতে উদ্যোগী হচ্ছে। রিপোর্ট বলছে, Oppo কমপ্যাক্ট ডিজাইনের সঙ্গে তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোন, Find X8 Ultra লঞ্চ করতে চলেছে। বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন হিসাবে Oppo Find N5 ইতিমধ্যেই চীনে লঞ্চ হয়েছে। আর মার্চের মধ্যেই আত্মপ্রকাশ করতে পারে Find X8 Ultra।

READ MORE:  আইফোনকে নকল ওয়ানপ্লাসের, আসছে নতুন “ম্যাজিক কিউব কি” ফিচার

বিখ্যাত চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, Oppo Find X8 Ultra কোনও চীনা স্মার্টফোন সংস্থার তৈরি একমাত্র আল্ট্রা-ব্র্যান্ডেড ফ্ল্যাগশিপ যার ডিসপ্লে হবে ফ্ল্যাট। যেখানে ফোনটির প্রতিদ্বন্দ্বী হিসাবে আসতে চলা Xiaomi 15 Ultra অথবা Vivo X200 Ultra-র মতো মডেলগুলি মাইক্রো-কোয়াড-কার্ভড স্ক্রিন অফার করবে বলে আশা করা হচ্ছে।

এমনকি, আসন্ন আল্ট্রা ফোনগুলির মধ্যে Find X8 Ultra সবচেয়ে পাতলা এবং হালকা বলে দাবি করা হয়েছে। এই খবর যে নির্ভুল তার ইঙ্গিত কিন্তু সংস্থা নিজেই দিয়ে রেখেছে। ওপ্পো ফাইন্ড সিরিজের প্রোডাক্ট ম্যানেজার সম্প্রতি বলেছিলেন যে Oppo এই বছর পাতলা এবং হালকা ডিজাইনকে বেশি অগ্রাধিকার দিচ্ছে।

READ MORE:  Vivo X Fold 4 Camera: 50 মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা সহ 6000mAh ব্যাটারি, এরপরও পাতলা হবে Vivo X Fold 4 | Vivo X Fold 4 Launch Timeline

বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ওপ্পোর আপকামিং এই ফ্ল্যাগশিপে ২K রেজোলিউশনের ৬.৮ ইঞ্চি ওলেড ডিসপ্লে ব্যবহার করা হবে। প্রসেসর হিসাবে এতে থাকতে পারে Snapdragon 8 Elite। নিঃসন্দেহে X8 Ultra-এর প্রধান আকর্ষণ হবে Hasselblad ব্র্যান্ডেড কোয়াড-ক্যামেরা। এছাড়া, ডিভাইসটিতে ৮০ ওয়াট তারযুক্ত এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে বলে আশা করা যায়।

READ MORE:  হ্যাসেলব্ল্যাডের দুর্দান্ত ক্যামেরার সঙ্গে সেরা স্মার্টফোন আনছে Oppo, লঞ্চ হবে শীঘ্রই

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.