লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Oppo Find X8 Ultra Launched: পিছনে পাঁচটি ক্যামেরা, iPhone কে টেক্কা দিতে Oppo Find X8 Ultra দুর্ধর্ষ ফিচার সহ লঞ্চ হল, রয়েছে ওয়্যারলেস চার্জিং | Oppo Find X8 Ultra Price

Published on:

বেশি র‍্যাম, বড় ব্যাটারি এবং সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ফোনের খোঁজে থাকা ব্যবহারকারীদের জন্য Oppo আজ লঞ্চ অরর তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Oppo Find X8 Ultra। বর্তমানে চীনে লঞ্চ হওয়া এই ফোনটি নানান আকর্ষণীয় ফিচারের সাথে এসেছে, যা প্রযুক্তি প্রেমীদের নজর কাড়বে। এর দাম রাখা হয়েছে ১ লাখ টাকার কম। এতে পাওয়া যাবে অ্যামোলেড এলটিপিও ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ‌রিয়ার ক্যামেরা সেটআপ ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। আসুন দেখে নিই Oppo Find X8 Ultra এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন।

Oppo Find X8 Ultra এর দাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট

অপ্পো ফাইন্ড এক্স৮ আল্ট্রা তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এর মধ্যে ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬,৪৯৯ ইউয়ান (প্রায় ৭৬,০০০ টাকা), ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬,৯৯৯ ইউয়ান (প্রায় ৮২,০০০ টাকা) এবং ১৬ জিবি র‌্যাম + ১ টিবি স্যাটেলাইট কানেক্টিভিটি সহ টপ ভ্যারিয়েন্টের দাম ৭,৯৯৯ ইউয়ান (প্রায় ৯৪,০০০ টাকা)। এটি তিনটি কালার অপশনে এসেছে – হোশিনো ব্ল্যাক, মুনলাইট হোয়াইট এবং মর্নিং লাইট।

READ MORE:  গিরিগিটির মতো রঙ বদলাবে ফোন, Realme P3x 5G দুর্দান্ত প্রযুক্তি সহ আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে | Realme P3x 5G and P3 Pro Launching In India

Oppo Find X8 Ultra এর স্পেসিফিকেশন ও ফিচার

দারুণ ডিজাইন এবং বড় AMOLED ডিসপ্লে

অপ্পো ফাইন্ড এক্স৮ আল্ট্রা ফোনে আছে ৬.৮২ ইঞ্চি AMOLED LTPO ডিসপ্লে, যা 2K রেজোলিউশন (৩১৬৮x১৪৪০ পিক্সেল) এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লের উজ্জ্বলতা 1600 নিটস পর্যন্ত পৌঁছাতে সক্ষম, যা ডলবি ভিশন সাপোর্টের মাধ্যমে চোখকে আরও স্পষ্ট এবং প্রাণবন্ত ছবি উপহার দেয়। এই বিশাল ডিসপ্লে ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলবে।

READ MORE:  iQOO Z10 Turbo Battery: সুপার চার্জিং ফোন হবে iQOO Z10 Turbo, ৭৬০০mAh ব্যাটারি সহ থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা | iQOO Z10 Turbo Launch Date

স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট

অপ্পো ফাইন্ড এক্স৮ আল্ট্রা ডিভাইসে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, যা স্মার্টফোনের পারফরম্যান্সের ক্ষেত্রে এক নতুন মানদণ্ড স্থাপন করেছে।

বিশাল ব্যাটারি এবং ফাস্ট চার্জিং

অপ্পো ফাইন্ড এক্স৮ আল্ট্রা স্মার্টফোনে আছে বিশাল ৬১০০ এমএএইচ ব্যাটারি, যা সারাদিন ব্যাকআপ দিতে সক্ষম। এতে ১০০ ওয়াট ওয়্যারড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। আবার এতে ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করেছে, যার মাধ্যমে আপনি অন্য ডিভাইসও চার্জ করতে পারবেন।

প্রফেশনাল ক্যামেরা সেটআপ

ফটোগ্রাফি প্রেমীদের জন্য Oppo Find X8 Ultra সত্যিই একটি অসাধারণ ফোন। এতে রয়েছে একাধিক ক্যামেরা লেন্স, যার মধ্যে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল Sony LYT-900 ১-ইঞ্চি টাইপ সেন্সর, ৫০ মেগাপিক্সেল Samsung JN5 আল্ট্রাওয়াইড লেন্স, ৫০ মেগাপিক্সেল Sony LYT-700 ৩এক্স টেলিফটো লেন্স, ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 ৬এক্স পেরিস্কোপ লেন্স এবং একটি ২ মেগাপিক্সেল স্পেকট্রাল সেন্সর। সমস্ত ক্যামেরা Hasselblad-টিউনড এবং OIS সাপোর্ট করে, যার ফলে দুর্দান্ত ফটোগ্রাফি অভিজ্ঞতা পাওয়া যাবে। এছাড়া, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

READ MORE:  ৪০০০ টাকা সস্তা হল Realme GT 6T 5G, অসাধারণ ক্যামেরার সাথে পাবেন শক্তিশালী ব্যাটারি

ওয়াটারপ্রুফ এবং ড্রপ রেজিস্ট্যান্স

এই ফোনটি IP68 + IP69 রেটিং সহ এসেছে, যার মানে এটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং ধুলোর হাত থেকে সুরক্ষিত। অতিরিক্তভাবে, ফোনটি SGS ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন পেয়েছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.