লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Oppo Find X8 Ultra Specification: Oppo-র সবচেয়ে পাওয়ারফুল ফোন ১১ই এপ্রিল লঞ্চ হচ্ছে, থাকবে অনবদ্য ক্যামেরা | Oppo Find X8s Plus Specification

Published on:

Oppo Find X8 Ultra আগামী ১০ এপ্রিল চীনে Find X8s, Find X8s+, Watch X2 Mini স্মার্টওয়াচ, Pad 4 Pro ট্যাবলেট এবং Enco Free 4 ইয়ারবাডের সাথে লঞ্চ হবে।

অঙ্কিতা মন্ডল, কলকাতা: Oppo Find X8 Ultra অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী মাসে চীনে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে। এটি ওপ্পোর ২০২৫ সালের সবথেকে পাওয়ারফুল ফ্ল্যাগশিপ স্মার্টফোন হবে বলে জানা গিয়েছে। এটি Find X8s সিরিজ, একটি নতুন স্মার্টওয়াচ, ট্যাবলেট, এবং ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাডের সাথে লঞ্চ করা হবে। কোম্পানি চীনে ইতিমধ্যেই তাদের অফিসিয়াল অনলাইন স্টোরের মাধ্যমে ডিভাইসগুলির জন্য প্রি-রিজার্ভেশন শুরু করেছে।

READ MORE:  Oppo F29 Pro 5G: সেরা ক্যামেরা সহ আছে আন্ডারওয়াটার ফটোগ্রাফি, Oppo F29 Pro 5G ফোনের প্রথম সেলে লোভনীয় অফার | Oppo F29 Pro 5G Sale Today India

বহু প্রতীক্ষিত Oppo Find X8 Ultra আগামী ১০ এপ্রিল চীনে স্থানীয় সময় সন্ধ্যা ৭:০০ টায় (ভারতীয় সময় বিকেল ৪:৩০) একটি মেজর ইভেন্টে উন্মোচিত হবে। ওই লঞ্চ ইভেন্টে Oppo Find X8s এবং Find X8s+ মডেল দুটিও আত্মপ্রকাশ করবে। ব্র্যান্ডটি একই ইভেন্টে Oppo Watch X2 Mini স্মার্টওয়াচ, Pad 4 Pro ট্যাবলেট এবং Enco Free 4 ইয়ারবাডও প্রকাশ করবে।

READ MORE:  আমজনতার জন্য খুশির খবর, Redmi A5 ও Poco C71 সস্তায় আসছে দেশের বাজারে

Oppo Find X8 Ultra এবং X8s+ সিরিজের স্পেসিফিকেশন

ফটোগ্রাফির জন্য Oppo Find X8 Ultra-তে হ্যাসেলব্ল্যাডের কোয়াড-ক্যামেরা সিস্টেম থাকবে বলে আশা করা হচ্ছে, যার মধ্যে রয়েছে ৫০-মেগাপিক্সেল Sony LYT-900 প্রাইমারি সেন্সর, ৫০-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, দুটি পেরিস্কোপ টেলিফটো লেন্স (৩x এবং ৬x অপটিক্যাল জুম), এবং একটি অতিরিক্ত মাল্টিস্পেকট্রাল সেন্সর। এতে Snapdragon 8 Elite প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।

READ MORE:  Xiaomi 15 Ultra Specification: শাওমির দুর্ধর্ষ ফোন লঞ্চ হচ্ছে আগামী মাসে, ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ প্রচুর ফিচার্স | Xiaomi 15 Ultra March 2 Launch Date

এছাড়া, ফোনটিতে ২K রেজোলিউশনের ওলেড ফ্ল্যাট ডিসপ্লে পাওয়া যাবে। ডিভাইসটিতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা উচ্চ-গতির ওয়্যার্ড এবং ওয়্যারলেস চার্জিং সমর্থন করবে। অন্যদিকে, Find X8s একটি কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন হবে যা ৬.৩ ইঞ্চি আল্ট্রা-থিন বা অতি পাতলা বেজেল ডিসপ্লে অফার করবে। এতে আসন্ন Dimensity 9400+ প্রসেসর থাকতে পারে। এছাড়া, Vivo Pad 4 Pro বিশ্বের প্রথম Snapdragon 8 Elite প্রসেসর চালিত ট্যাবলেট হিসাবে লঞ্চ হবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.