Oppo Find X8s Design: Apple-এর থেকেও হালকা, পাতলা ফোন আনছে Oppo, ফিচার্সে বিরাট চমক | Oppo Find X8s Launch Date

একের পর এক ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করে বাজারে আলোড়ন ফেলছে চাইনিজ মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থাগুলি। এবার আসতে চলেছে Oppo Find X8s নামে এক নতুন প্রিমিয়াম কমপ্যাক্ট হ্যান্ডসেট। সম্প্রতি চীনের এক বিখ্যাত অভিনেতার হাতে ফোনটি দেখা গিয়েছিল। অফিসিয়াল লঞ্চের আগে এখন ওপ্পোর একজন আধিকারিক স্মার্টফোনটির সম্পর্কে প্রচুর আকর্ষণীয় তথ্য প্রকাশ করেছেন।

Find X8s-এ বিশ্বের সবচেয়ে সরু চার-পার্শ্বযুক্ত সমান বেজেল আছে, যা iPhone 16 Pro-এর থেকে পাতলা বলে জানা গিয়েছে। ওপ্পোর অভ্যন্তরীণ চিপ-লেভেল স্ক্রিন এনক্যাপসুলেশন প্রযুক্তি ফোনের কালো বর্ডার কমিয়ে মাত্র ১.xx মিমি করেছে। হালকা ডিজাইনের একটি প্রিমিয়াম কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ হিসেবে নতুন ফোনকে উপস্থাপন করছে কোম্পানি। এতে আসন্ন Dimensity 9400+ প্রসেসর ব্যবহার হতে পারে, যা বিদ্যমান Dimensity 9400 চিপসেটের একটি ওভারক্লকড ভার্সন।

READ MORE:  ৪০০০ টাকা সস্তা হল Realme GT 6T 5G, অসাধারণ ক্যামেরার সাথে পাবেন শক্তিশালী ব্যাটারি

ওপ্পোর ওই আধিকারিক দাবি করেছেন যে, ফোনটির ওজন ১৮০ গ্রামের কম, যা iPhone 16 Pro-এর থেকে প্রায় ২০ গ্রাম হালকা। আবার স্মার্টফোনটি ৭.৮ মিমি পাতলা৷ স্লিম প্রোফাইলের দিক থেকেও আইফোনকে (৮.২৫ মিমি) পিছনে ফেলেছে। সংস্থা আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও Oppo Find X8s মডেলে ৬.৩১ ইঞ্চি ওলেড প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে। এপ্রিল মাসেই দাম ও সমস্ত বৈশিষ্ট্য ঘোষণা হয়ে যেতে পারে।

READ MORE:  আগামী সপ্তাহে লঞ্চ হতে চলেছে সস্তা iPhone SE 4, কী কী ফিচার থাকবে দেখে নিন

ফোনের ফাঁস হওয়া রিয়ার প্যানেলের ছবিগুলি ইঙ্গিত দেয় যে, বর্তমান Find X8 সিরিজের স্মার্টফোনের মতো একটি গোলাকার ক্যামেরা মডিউল থাকবে এতে। তবে, কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টরের কারণে ক্যামেরা মডিউলটি ছোট এবং পাতলা মনে হচ্ছে। কমপ্যাক্ট ফ্রেম সত্ত্বেও, ফোনটিতে উচ্চ-ক্ষমতার ব্যাটারি পাওয়া যাবে। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই ফোনে ৮০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ একটি ৫,৭০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি থাকবে।

READ MORE:  যতখুশি ব্যবহার করুন, চার্জ ফুরোনোর চিন্তা থেকে মুক্তি দিতে iQOO আনছে চারটি দারুণ ফোন

Scroll to Top