Oppo Find X8s & Find X8s Plus: ১৬ জিবি পর্যন্ত র্যাম সহ আসছে Oppo Find X8s ও Find X8s Plus, লঞ্চের আগে ফাঁস স্পেসিফিকেশন | Oppo Find X8s & Find X8s Plus Launch Date
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে Oppo Find X8s ও Find X8s Plus এর প্রি-অর্ডার। শীঘ্রই ডিভাইস দুটি চীনে লঞ্চ হবে। অফিসিয়াল ওয়েবসাইটে এদের জন্য একটি মাইক্রোসাইট বানানো হয়েছে। এই সাইট থেকেই এখন Oppo Find X8s ও Find X8s Plus এর কালার সহ বিভিন্ন তথ্য সামনে এসেছে। আসুন কি কি তথ্য প্রকাশ্যে এসেছে জেনে নেওয়া যাক।
ওপ্পো ফাইন্ড এক্স৮এস চারটি কালার অপশনে পাওয়া যাবে – চেরি ব্লুসম পিঙ্ক, মুনলাইট হোয়াইট, আইল্যান্ড ব্লু এবং স্টেরি ব্ল্যাক। আর ডিভাইসটি ১২ জিবি র্যাম+ ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
অন্যদিকে ওপ্পো ফাইন্ড এক্স৮এস প্লাস আসবে পার্পেল, মুনলাইট হোয়াইট, স্টেরি ব্ল্যাক কালারে আসবে। এটি চারটি স্টোরেজ অপশনে উপলব্ধ হবে – ১২ জিবি র্যাম+ ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ।
ওপ্পো ফাইন্ড এক্স৮এস মডেলে ৬.৩২ ইঞ্চি ওলেড প্যানেল দেখা যাবে। আর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর ব্যবহার করা হবে। এতে ৫,৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ কাস্টম স্কিনে চলবে।
এতে আইপি৬৮ ও আইপি৬৯ ওয়াটারপ্রুফ রেটিং থাকবে। এটি ৭.৭৩মিমি পুরু হবে। অন্যদিকে Oppp Find X8s Plus ডিভাইসেও মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর থাকতে পারে।
শ্বেতা মিত্র, কলকাতাঃ তীব্র দহনজ্বালার মধ্যে ব্যাপক স্বস্তির খবর। অবশেষে দক্ষিণবঙ্গ ফের একবার বৃষ্টির মুখ…
Vivo প্রতি বছর তাদের S সিরিজের স্মার্টফোনগুলির দুটি জেনারেশন লঞ্চ করে। যেমন সংস্থাটি গত বছরের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩রা মার্চ, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ওয়ানপ্লাস একটি দুর্দান্ত কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন বাজারে আনতে চলেছে, যার নাম OnePlus 13T। সংস্থা ইতিমধ্যেই…
রিয়েলমি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জগতে ফের একবার আলোড়ন ফেলার জন্য তোড়জোড় শুরু করেছে। কেন এমন কথা…
বাজাজ পালসার (Bajaj Pulsar) সিরিজের হাত ধরে তৈরি হল নতুন রেকর্ড। বিশ্বের ৫০টির বেশি দেশে…
This website uses cookies.