Oppo Find X8s & Find X8s Plus: ১৬ জিবি পর্যন্ত র্যাম সহ আসছে Oppo Find X8s ও Find X8s Plus, লঞ্চের আগে ফাঁস স্পেসিফিকেশন | Oppo Find X8s & Find X8s Plus Launch Date
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে Oppo Find X8s ও Find X8s Plus এর প্রি-অর্ডার। শীঘ্রই ডিভাইস দুটি চীনে লঞ্চ হবে। অফিসিয়াল ওয়েবসাইটে এদের জন্য একটি মাইক্রোসাইট বানানো হয়েছে। এই সাইট থেকেই এখন Oppo Find X8s ও Find X8s Plus এর কালার সহ বিভিন্ন তথ্য সামনে এসেছে। আসুন কি কি তথ্য প্রকাশ্যে এসেছে জেনে নেওয়া যাক।
ওপ্পো ফাইন্ড এক্স৮এস চারটি কালার অপশনে পাওয়া যাবে – চেরি ব্লুসম পিঙ্ক, মুনলাইট হোয়াইট, আইল্যান্ড ব্লু এবং স্টেরি ব্ল্যাক। আর ডিভাইসটি ১২ জিবি র্যাম+ ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
অন্যদিকে ওপ্পো ফাইন্ড এক্স৮এস প্লাস আসবে পার্পেল, মুনলাইট হোয়াইট, স্টেরি ব্ল্যাক কালারে আসবে। এটি চারটি স্টোরেজ অপশনে উপলব্ধ হবে – ১২ জিবি র্যাম+ ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ।
ওপ্পো ফাইন্ড এক্স৮এস মডেলে ৬.৩২ ইঞ্চি ওলেড প্যানেল দেখা যাবে। আর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর ব্যবহার করা হবে। এতে ৫,৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ কাস্টম স্কিনে চলবে।
এতে আইপি৬৮ ও আইপি৬৯ ওয়াটারপ্রুফ রেটিং থাকবে। এটি ৭.৭৩মিমি পুরু হবে। অন্যদিকে Oppp Find X8s Plus ডিভাইসেও মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর থাকতে পারে।
ফ্ল্যাগশিপ ফোন মানেই বেশি দাম। কিন্তু সেটা একটু পুরনো হয়ে গেলেই দাম কমতে থাকে। ফলে…
Infinix Note 50X কোম্পানির নতুন বাজেট ফ্রেন্ডলি ফিচার সমৃদ্ধি ৫জি স্মার্টফোন। যা বেশ আলোড়ন ফেলেছে…
বাইক হোক বা স্কুটার, টু-হুইলার কেনার পর কিছুদিন না যেতেই ক্রেতাদের একাংশের তা নিয়ে অভিযোগের…
এখনকার সময়ে ভারতে ৮,০০০ টাকার মধ্যে 5G স্মার্টফোন খুঁজে পাওয়া বেশ কঠিন। কিন্তু কিছু ব্র্যান্ড…
চার চাকার বাজারে দেশ-বিদেশ মাতালেও দু’চাকার প্রতি এখনও পর্যন্ত টাটা মোটরসের কোনও আগ্রহ চোখে পড়েনি।…
সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা শুধুমাত্র একটি ধাতু নয়। বরং এটি সঞ্চয়, বিনিয়োগ, গয়না সবকিছুর এক…
This website uses cookies.