ঘোষণা মতো আজ লঞ্চ হল Oppo K12s স্মার্টফোন। এর দাম শুরু হয়েছে প্রায় ১৪,০০০ টাকা থেকে। এই ফোনে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন ৬ সিরিজের প্রসেসর, ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৭০০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। আসুন Oppo K12s এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Oppo K12s এর দাম ও প্রাপ্যতা
ওপ্পো কে১২এস এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,১৯৯ ইউয়ান (প্রায় ১৪,০০০ টাকা)। আবার এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১,৩৯৯ (প্রায় ১৬,০০০ টাকা)।
আবার এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাবে যথাক্রমে ১,৫৯৯ ইউয়ান (প্রায় ১৮,০০০ টাকা) ও ১,৭৯৯ ইউয়ানে (প্রায় ২০,০০০ টাকা)। আগামী ২৫ এপ্রিল থেকে চীনে এর বিক্রি শুরু হবে। এটি রোজ পার্পল, প্রিজম ব্ল্যাক এবং স্টার হোয়াইট কালার অপশনে পাওয়া যাবে।
Oppo K12s এর স্পেসিফিকেশন ও ফিচার
ওপ্পো কে১২এস স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৬৭-ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ১,২০০ নিটস। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপসেট। ডিভাইসটি ১২ জিবি LPDDR4X র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ সহ এসেছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Oppo K12s ডিভাইসে ৭,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই প্রযুক্তি ৩০ মিনিটে ৬২ শতাংশ চার্জ করে দেবে। কোম্পানির দাবি ফুল চার্জে ফোনের ব্যাটারি ৪৯.৪ ঘণ্টা কলিং টাইম দেবে। ফটোগ্রাফির জন্য এতে ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২-মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর।
সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। Oppo K12s ডিভাইসটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্টেরিও স্পিকার ও IP65 রেটিং সহ এসেছে।