আপনি যদি 5G স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনার জন্য সুখবর। ওপ্পো-র এর একটি জনপ্রিয় 5G ফোন এখন কম দামে পাওয়া যাচ্ছে। আমরা কথা বলছি OPPO K12x 5G নিয়ে, যা অফারে ১২,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট আছে, যার সাথে ৮ জিবি পর্যন্ত র্যাম যুক্ত থাকবে। কোম্পানির দাবি এটি সেগমেন্টের প্রথম ফোন যেটি মিলিটারি-গ্রেড MIL-STD-810H সার্টিফিকেশন সহ এসেছে, যার ফলে ডিভাইসটি মজবুত বিল্ড কোয়ালিটি অফার করবে।।
আবার OPPO K12x 5G হ্যান্ডসেটে স্প্ল্যাশ টাচ প্রযুক্তি সাপোর্ট করে, যা ভিজে হাত দিয়ে ফোন ব্যবহার করতে সাহায্য করে। এটি IP54 রেটিং সহ এসেছে এবং ডিভাইসটি ৭.৬৮ এমএম পুরু।
OPPO K12x 5G সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে
লঞ্চের সময়, ভারতের ওপ্পো কে১২এক্স ৫জি এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ছিল ১৩,৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১৬,৯৯৯ টাকা। এটি ব্রিজ ব্লু এবং মিডনাইট ভায়োলেট কালারে এসেছে।
তবে ফ্লিপকার্টে এখন ৬ জিবি ও ৮ জিবি র্যাম ভ্যারিয়েন্ট যথাক্রমে ১২,৯৯৯ টাকা ও ১৫,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। আবার এর সাথে রয়েছে ব্যাঙ্ক অফার। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্টে ৭৫০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার ৬৫০ টাকা ছাড় মিলবে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে। এর সাথে রয়েছে এক্সচেঞ্জ অফার।
Oppo K12x 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
ওপ্পো কে১২এক্স ৫জি ফোনে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস (১৬০৪x৭২০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, ব্রাইটনেস লেভেল ১০০০ নিটস। ডিসপ্লের সুরক্ষার জন্য ডুয়াল-রিইনফোর্সড পান্ডা গ্লাস উপস্থিত। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস ১৪ কাস্টম স্কিনে চলবে।
ফটোগ্রাফির জন্য ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে ৩২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের সেন্সর অন্তর্ভুক্ত। সেলফির জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে।