লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Oppo K13 Pro Features: এবার 7,000mAh ব্যাটারির স্মার্টফোন লঞ্চ করে গোটা বিশ্বকে চমকে দিতে চলেছে Oppo | Oppo K13x Features

Published on:

সবকিছু ঠিকঠাক চলে Oppo K13 সিরিজ এপ্রিল বা মে মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে। এই লাইনআপে একাধিক স্মার্টফোন আসবে বলে শোনা যাচ্ছে। জল্পনা বাড়িয়ে এখন Oppo K13, Oppo K13 Pro এবং Oppo K13x চাইনিজ সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে। Oppo K13x মডেলে বিশাল ৭,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে জানা গিয়েছে। এটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে।

READ MORE:  Vivo V50 5G Discount: লঞ্চের পরপরই ৫ হাজার টাকা দাম কমলো Vivo V50 5G ফোনের, রিলস ভিডিও বানানোর জন্য সেরা | Vivo V50 5G Price

এছাড়া, ওপ্পোর আপকামিং ওই ফোনে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ফুল-এইচডি+ রেজোলিউশন সমর্থন করবে বলে আশা করা যায়। পিছনের দিকে ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ মিলবে। আর সামনের দিকে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি আইআর ব্লাস্টার এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Oppo K13x কোয়ালকমের Snapdragon 6 Gen 4 প্রসেসরে চলতে পারে। অন্যদিকে, Oppo K13 এবং K13 Pro যথাক্রমে Dimensity 8400 ও নতুন Snapdragon 8s Gen 4 প্রসেসর দ্বারা পরিচালিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ওয়েইবো-তে (চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) এক টিপস্টারের দাবি, Oppo K13 13 এবং K13 Pro হল এমন স্মার্টফোন যা চীনা বাজারে Redmi Turbo 4 ও iQOO Z10 Turbo এর সাথে প্রতিযোগিতা করবে।

READ MORE:  Qualcomm Snapdragon 8s Elite: ফোনের স্পিড বেড়ে হবে দ্বিগুণ, এপ্রিলেই পাওয়ারফুল প্রসেসর আনছে কোয়ালকম | Qualcomm April 2 Launch Event

এটা গেল ফোনের কথা, সংস্থা একটি নতুন ট্যাবের উপরেও কাজ শুরু করে দিয়েছে। Oppo Pad SE নামের ওই ট্যাবলেট WiFi ও LTE সংস্করণে আসবে বলে জানা গিয়েছে। এটি মিডিয়াটেকের Helio G99 অথবা G99 Ultimate প্রসেসরে চলবে। ডাটাবেস অনুসারে, ডিভাইসটিতে ৪ জিবি র‍্যাম ও অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম থাকবে। উল্লেখ্য, ওপ্পো প্রথমবার তাদের ট্যাবলেট পোর্টফোলিওতে ‘SE’ ব্র্যান্ডিং যুক্ত করছে।

READ MORE:  সামনে ৫০ মেগাপিক্সেল এবং পিছনে ১০০ মেগাপিক্সেল ক্যামেরা, ৪ হাজার টাকা দাম কমলো এই 5G ফোনের

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.