লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Oppo Pad SE: ওপ্পোর প্রথম এসই ট্যাবলেট বাজারে আসছে, বিশাল ডিসপ্লে সহ থাকবে প্রচুর র‍্যাম-স্টোরেজ | Oppo Pad SE Specification

Published on:

Oppo Pad SE ট্যাবলেট WiFi এবং LTE সংস্করণে আসবে। এতে ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম, ও ১০.৯৫ ইঞ্চি ডিসপ্লে থাকবে।

Oppo বর্তমানে Pad 4 Pro লঞ্চের তোড়জোড় করছে। একঝাঁক প্রিমিয়াম ডিভাইসের সাথে এই ফ্ল্যাগশিপ ট্যাবলেট চীনে ১০ই এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে এপ্রিলে একটা ট্যাব রিলিজ হলেও, আগামীর জন্য ইতিমধ্যেই এক নতুন মডেলের উপর কাজ শুরু করেছে সংস্থা। Oppo Pad SE নামের আপকামিং ট্যাবটি WiFi এবং LTE সংস্করণে আসবে বলে জানা গিয়েছে। অনলাইন লিস্টিং থেকে দুই ভেরিয়েন্টেরই স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

READ MORE:  Lenovo Yoga Tab Plus & Idea Tab Pro Launch: শক্তিশালী প্রসেসর সহ 10,200mah ব্যাটারি, একসাথে দুটি দুর্ধর্ষ ট্যাব লঞ্চ করল Lenovo | Lenovo Yoga Tab Plus and Idea Tab Pro Launch Price

Oppo Pad SE সম্পর্কে কী কী জানা গেল

Oppo Pad SE ট্যাবটি IMDA সার্টিফিকেশন সাইটে OPD2420 এবং OPD2419 মডেল নম্বরের সাথে তালিকাভুক্ত হয়েছে। প্রথমটি LTE ভার্সনের মডেল নম্বর, যেখানে দ্বিতীয়টি শুধুমাত্র Wi-Fi সংস্করণের। LTE মডেলের গিকবেঞ্চ লিস্টিংয়ে k6789v1_64 কোডনামের একটি মাদারবোর্ড উল্লেখ করা হয়েছে। চিপটির দুটি কোরের ক্লকস্পিড ২.২০ গিগাহার্টজ ও ছয়টি কোর ২ গিগাহার্টজে চলে। প্রসেসরটির সাথে Mali-G57 MC2 জিপিইউ রয়েছে।

READ MORE:  Xiaomi Pad 7: বিরাট সুযোগ, শুরু হল Xiaomi Pad 7 ট্যাবলেটের সেল, দাম কত দেখুন | Xiaomi pad 7 tablet goes on sale today 13 January in india

চিপসেটের কনফিগারেশন থেকেই বোঝা যাচ্ছে যে ট্যাবলেটটি মিডিয়াটেকের Helio G99 অথবা G99 Ultimate চিপসেট দ্বারা পরিচালিত হবে। ডাটাবেস অনুসারে, ডিভাইসটিতে ৪ জিবি র‍্যাম থাকবে এবং অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে রান করবে। গিকবেঞ্চের সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে Oppo Pad SE যথাক্রমে ৫৪৮ এবং ১,৭৭২ পয়েন্ট পেয়েছে।

ওপ্পোর নতুন ট্যাবটির LTE ও WiFi উভয় ভেরিয়েন্টেই ১০.৯৫ ইঞ্চি ডিসপ্লে ও ১২৮ জিবি স্টোরেজ থাকবে বলে জানা গিয়েছে। এছাড়া, আর কোনও তথ্য সামনে আসেনি। উল্লেখ্য, ওপ্পো প্রথমবার তাদের ট্যাবলেট পোর্টফোলিওতে ‘SE’ ব্র্যান্ডিং সহ মডেল বাজারে আনবে। বর্তমানে সংস্থার একটাই ট্যাব ভারতে উপলব্ধ, যার নাম Pad Air। এটি ২০২২ সালে ১৬,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল।

READ MORE:  ১৫ হাজার টাকার ফায়দা, Asus Zenbook A14 ও VivoBook 16 বুক করলে বিরাট লাভ | Asus VivoBook A16 Asus Zenbook A14 Laptop Pre-order

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.