লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Oppo Reno 13 5G Sky Blue Launched: হোলিতে চোখ জুড়ানো নতুন রঙে পাওয়া যাবে Oppo Reno 13 5G স্মার্টফোন, রয়েছে ৫১২ জিবি স্টোরেজ | Oppo Reno 13 5G Sky Blue Colour Variant Price

Published on:

হোলি উপলক্ষে Oppo ইন্ডিয়া তাদের Reno 13 সিরিজ ভারতে নতুন রংয়ের সাথে সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিল। Oppo Reno 13 5G স্মার্টফোনের নতুন ভ্যারিয়েন্ট প্রকাশ করল কোম্পানি। ডিভাইসটি এখন স্কাই ব্লু কালার অপশনে কেনা যাবে। পাশাপাশি এর স্টোরেজ অপশন বাড়ানো হয়েছে।এই স্মার্টফোনে নতুন রঙ ছাড়াও মিলবে AI চালিত ক্যামেরা, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ প্রসেসর এবং ৮০ ওয়াট সুপারফাস্ট চার্জিং। একনজরে ফোনের ফিচার ও দাম জেনে নিন।

READ MORE:  Oppo K12x 5G Discount: ৩২ মেগাপিক্সেল ক্যামেরার Oppo K12x 5G বিরাট ডিসকাউন্টে, অফারের ফুলঝুড়ি | Flipkart OMG Gadgets Sale

Oppo Reno 13 5G স্কাই ব্লু কালার ভ্যারিয়েন্টের দাম

ওপ্পো রেনো ১৩ ৫জি স্মার্টফোনের আকাশী নীল ভ্যারিয়েন্টটি ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে, যার দাম ৪৩,৯৯৯ টাকা। এর ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনটির দাম ৩৯,৯৯৯ টাকা। নতুন ভ্যারিয়েন্টটি ২০ মার্চ থেকে ওপ্পো ই-স্টোর, রিটেল স্টোর এবং ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

READ MORE:  রেডমি ফোনকে টেক্কা দিতে Oppo K13 Pro, K13 ও K13x বাজারে এন্ট্রি নিচ্ছে, থাকবে 7000mAh ব্যাটারি

Oppo Reno 13 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ওপ্পো রেনো ১৩ ৫জি ডিভাইসে রয়েছে অ্যারোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, কর্নিং গরিলা গ্লাস ৭আই (সামনে এবং পিছনে) সুরক্ষা। মিলবে ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে, যা ১২০ হার্টজ স্মার্ট অ্যাডাপ্টিভ ওএলইডি প্রোএক্সডিআর, ১.৫কে রেজোলিউশন, ১,২০০ নিট ব্রাইটনস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে কাস্টমাইজড মিডিয়াটেক ৮৩৫০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর ক্যামেরা রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, সঙ্গে ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড এবং ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর।

READ MORE:  iPhone 16 Pro Max Discount: বাম্পার ডিসকাউন্ট, ৫৬ হাজার টাকা পর্যন্ত ছাড়ে কিনে ফেলুন iPhone 16 প্রো এবং ম্যাক্স | iPhone 16 Pro Price

এই স্মার্টফোনে রয়েছে একগুচ্ছ এআই ক্যামেরা ফিচার, অ্যান্ড্রয়েড ১৫ ওএস, ৫,৬০০ এমএএইচ ব্যাটারি, ৮০ ওয়াট সুপারফাস্ট চার্জিং এবং আইপি ৬৬, ৬৮, ৬৯ রেটিং, যা জল ও ধুলো বালি থেকে স্মার্টফোনকে রক্ষা করবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.