লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Oppo Reno 14 Pro Render: 50MP পেরিস্কোপ ক্যামেরা সহ Oppo Reno 14 Pro শীঘ্রই বাজারে আসছে, ছবি প্রকাশ্যে | Oppo Reno 14 Pro Design

Published on:

অপ্পোর নতুন রেনো সিরিজের ফোন Oppo Reno 14 Pro, শীঘ্রই Reno 13 Pro মডেলের উত্তরসূরী হিসেবে বাজারে আসবে। সম্প্রতি Oppo Reno 14 Pro-এর ডিজাইন রেন্ডার অনলাইনে ফাঁস হয়েছে, যেখান থেকে এর ডিজাইন সম্পর্কে ধারণা পাওয়া গেছে। জানা গেছে আসন্ন এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। আর এতে ফ্ল্যাট OLED স্ক্রিন থাকার প্রত্যাশা করা হচ্ছে। এছাড়া ডিভাইসটি প্রোগ্রামেবল ‘ম্যাজিক কিউব’ বাটনের সাথে আসতে পারে।

READ MORE:  Vivo Y19e Launched: ৮০০০ টাকার কমে ডুয়েল ক্যামেরা সহ লঞ্চ হল Vivo Y19e, রয়েছে বিশাল বড় ব্যাটারি | Vivo Y19e Price

Oppo Reno 14 Pro এর ডিজাইন প্রকাশ্যে (সম্ভাব্য)

স্মার্টপ্রিক্স অপ্পো রেনো 14 প্রো এর ডিজাইন রেন্ডার শেয়ার করেছে। রেন্ডার অনুযায়ী, এর পিছনের প্যানেলের ডিজাইন পূর্বের মডেলের মতোই, তবে ক্যামেরা আইল্যান্ডে পরিবর্তন লক্ষ্যণীয়। আর রেনো 13 প্রো-তে ভিন্ন ভিন্ন ‘রিং’-এর মধ্যে তিনটি ক্যামেরা ছিল, আসন্ন রেনো মডেলে কিছু পরিবর্তন করা হতে পারে।

আরও পড়ুন: Oppo Reno 14 সিরিজ কবে লঞ্চ হবে?

কারণ ছবিতে বোঝা যাচ্ছে যে রেনো 14 প্রো মডেলের প্রাইমারি এবং আলট্রাওয়াইড ক্যামেরা একই মডিউলে থাকবে। আর অপটিক্যাল পেরিস্কোপ ক্যামেরা এলইডি ফ্ল্যাশের উপরে ডান পাশে অবস্থান করছে।

READ MORE:  Xiaomi 15 Ultra Specification: শাওমির দুর্ধর্ষ ফোন লঞ্চ হচ্ছে আগামী মাসে, ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ প্রচুর ফিচার্স | Xiaomi 15 Ultra March 2 Launch Date

Oppo Reno 14 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার (সম্ভাব্য)

এর আগে জানা গিয়েছিল, অপ্পো রেনো 14 প্রো কালারওএস 15 কাস্টম স্কিনে চলবে। এতে 120Hz রিফ্রেশ রেটের ফ্ল্যাট OLED স্ক্রীন পাওয়া যাবে। এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3.5x অপটিক্যাল জুমসহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে।

READ MORE:  ডিসপ্লে-ক্যামেরায় সেরা, বাজারে ঝড় তুলতে আসছে Poco F7 Pro ও F7 Ultra স্মার্টফোন

তবে এতে কোন প্রসেসর ব্যবহার করা হবে বা ফোনের ব্যাটারি ক্যাপাসিটি কত হবে, তা জানা যায়নি। আর নতুন অপ্পো এবং ওয়ানপ্লাস স্মার্টফোনের মতো, Oppo Reno 14 Pro -তেও একটি নতুন ‘ম্যাজিক কিউব’ বাটন থাকবে, যা অনেকটা আইফোন 15 প্রো এর অ্যাকশন বাটনের মতো কিছুটা কাজ করবে।

Photo Credit: Smartprix

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.