লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Oppo Reno 14 Series: দুর্ধর্ষ ক্যামেরা ও বিশেষ ফিচার্স নিয়ে আসছে Oppo Reno 14 সিরিজ, লঞ্চ কবে জেনে নিন | Oppo Reno 14 Pro Specification

Published on:

স্মার্টফোন নির্মাতারা হঠাৎই হালকা ও পাতলা ফোন তৈরির দিকে ঝুঁকছে। ফলে সাম্প্রতিক কালে বাজারে আগমন ঘটা অনেক মোবাইলে সেই কৌশলের প্রতিফলন ঘটতে দেখা যাচ্ছে। জনপ্রিয় কোম্পানি Oppo তাদের Reno সিরিজের আসন্ন ফোনগুলির ডিজাইনে বড় পরিবর্তন আনতে পারে। সংস্থা এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, একটি বিশ্বস্ত সূত্র তেমনই দাবি করেছে। পরবর্তী প্রজন্মের Oppo Reno 14 লাইনআপ ফ্ল্যাট ডিসপ্লের সাথে আসবে বলে জানা গিয়েছে।

READ MORE:  Oppo A5 Launched: অ্যামোলেড ডিসপ্লে, 12 জিবি র‍্যাম, ও বিশাল 6500mah ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Oppo A5 | Oppo A5 Price

Oppo Reno 14 সিরিজ কেমন হবে

ওপ্পো রেনো ১৪ সিরিজ একটি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ধাতব ফ্রেম এবং ফুল-স্কেল ওয়াটারপ্রুফিং অফার করবে বলে আশা করা হচ্ছে, যা ক্রেতাদের প্রিমিয়াম অভিজ্ঞতা দেওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত দিক নিশ্চিত করবে। বিখ্যাত চাইনিজ টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন, ওপ্পো রেনো ১৪ সিরিজ পূর্ববর্তী রেনো মডেলগুলি থেকে আলাদা হবে। ফ্ল্যাট ডিসপ্লে গ্রহণের মাধ্যমে স্থায়িত্ব এবং ব্যবহারযোগ্যতা বৃদ্ধি করবে।

READ MORE:  ৭ হাজার টাকা ছাড়, জোড়া ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Nothing Phone বিরাট সস্তায়

এটা গেল নান্দনিকতার কথা, তার বাইরে ওপ্পো রেনো ১৪ সিরিজে একটি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা যুক্ত হবে বলে আশা করা হচ্ছে, যা সাধারণত দামি এবং প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনে পাওয়া যায়। এছাড়াও, নতুন ফোনটি ফুল-স্কেল ওয়াটারপ্রুফিং অফার করবে বলে জল্পনা শোনা যাচ্ছে, যা ইঙ্গিত দেয় যে এটি আইপি৬৮/৬৯ রেটেড চ্যাসিসের সাথে আসতে পারে।

READ MORE:  Vivo V50 এই মাসেই ভারতে লঞ্চ হচ্ছে, তার আগেই সেলের তারিখ ও দাম ফাঁস

Oppo Reno 14 সিরিজ ২০২৫ সালের প্রথমার্ধে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই লাইনআপে Reno 14 এবং Reno 14 Pro নামের দুটি মডেল বাজারে আসতে পারে। স্পেসিফিকেশন বা ফিচার্স কেমন হতে পারে তা এখনও গোপন রাখা হয়েছে। তবে এর ডিসপ্লে থেকে শুরু করে ক্যামেরা, প্রসেসর, ও ব্যাটারিতে আপগ্রেড থাকবে বলে আশা করা যায়।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.