বিক্রম ব্যানার্জী, কলকাতা: ISL ও AFC চ্যালেঞ্জ লিগ, বর্তমান সমীকরণ বলছে দুই ক্ষেত্রেই কার্যত ব্যর্থ ইস্টবেঙ্গল। সদ্য ঘরের মাঠে ইন্ডিয়ান সুপার লিগের আশা শেষ করে AFC চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে তুর্কমেনিস্তানের দল আর্কাদাগের কাছে গো হারা হেরেছে লাল হলুদ। যার জেরে সেমিফাইনালের অঙ্ক ক্রমশ জটিল হয়েছে অস্কার ব্রুজোদের (Oscar Bruzon)।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
এমতাবস্থায় মূল লক্ষ্য যখন AFC লিগের সেমিফাইনাল ঠিক সেই সময়ে চলতি ISL মরসুমের শেষ নিয়ম রক্ষার ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামতে হবে মশাল বাহিনীকে। সূত্র বলছে, সেই ম্যাচকে মাথায় রেখেই বৃহস্পতিবার শিলং পৌঁছেছেন লাল হলুদের 6 তারকা। বাকিরা যাবেন শুক্রবার। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, নর্থ ইস্টের এই ম্যাচে ডাগআউটে থাকছেন না কোচ অস্কার।
শুক্রবার অস্কারের জায়গা নেবেন বিনো জর্জ
চলতি ইন্ডিয়ান সুপার লিগে সুযোগ নষ্টের রোগ ও এক প্রকার খারাপ ফুটবলের কারণে ব্যর্থতার চূড়ান্ত পর্যায়ে এসে উপস্থিত হয়েছে ইস্টবেঙ্গল। তবে ISL-এর স্বপ্নভঙ্গ হওয়ায় AFC চ্যালেঞ্জ লিগকে প্রধান নিশানা বানিয়ে দলের ছেলেদের তৈরি করছেন অস্কার। এমতাবস্থায়, নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচ রয়েছে শুক্রবার। তবে সেই ম্যাচে লাল হলুদদের যে বিশেষ নজর নেই সে কথা বলার অবকাশ রাখেনা। ইন্ডিয়ান সুপার লিগের শেষ ম্যাচে শুধুমাত্র মর্যাদা রক্ষার জন্যই লড়বে মশাল বাহিনী।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
সূত্র বলছে, ঠিক এই কারণকে সামনে রেখেই দলের প্রধান খেলোয়াড়দের তুর্কমেনিস্তানে পাঠাচ্ছে ইস্টবেঙ্গল। কেননা, সামনেই AFC-র দ্বিতীয় লেগের ম্যাচ। আর এই ম্যাচে জিততে পারলেই সেমিফাইনালে লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখতে পারবে লাল হলুদ। খোঁজ নিয়ে জানা গেল, নর্থইস্টের ম্যাচ সেভাবে গুরুত্বপূর্ণ না হওয়ার কারণে এই ম্যাচ চলাকালীন ডাগআউটে অস্কারের বদলে থাকবেন বিনো জর্জ।
কেন নর্থ ইস্টের ম্যাচে থাকছেন না অস্কার?
পরপর ম্যাচ হওয়ার কারণে একপ্রকার ক্লান্ত ইস্টবেঙ্গল। একের পর এক ম্যাচের ক্লান্তির জেরে এফএসডিএল-এর কাছে সূচি বদলের আবেদন জানিয়েছিল ইস্টবেঙ্গল কর্তারা। তবে তাতে লাভ হয়নি। ফলত, AFC চ্যালেঞ্জ লিগের প্রথম কোয়ার্টার ফাইনাল পর্বে আর্কাদাগের কাছে পরাস্ত হওয়ায় দ্বিতীয় সুযোগ কোনও মতেই হাতছাড়া করতে চাইছেন না অস্কার। এদিকে নর্থ ইস্টের ম্যাচ শুধুই মর্যাদা রক্ষার।
অবশ্যই পড়ুন: চোট সবচেয়ে বড় ম্যাচ উইনারের! ভারতের বিরুদ্ধে ছন্নছাড়া নিউজিল্যান্ড, কেমন হবে একাদশ?
বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, দ্বিতীয় লেগের ম্যাচকে সামনে রেখে শনিবার কলকাতা বিমানবন্দর থেকে দুবাই হয়ে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে রওনা দেবে ইস্টবেঙ্গলের মূল দল। সূত্র বলছে, দলের ছেলেদের সাথে থাকবেন অস্কারও। জানা যাচ্ছে, আর্কাদাগের বিরুদ্ধে এই ম্যাচে জিততেই হবে ইস্টবেঙ্গলকে। আর সেই গুরুত্ব বুঝেই নর্থইস্টের থেকেও AFC চ্যালেঞ্জ লিগের ম্যাচটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন লাল হলুদ কোচ। আর সেই কারণেই নর্থ ইস্টের ম্যাচে থাকা হচ্ছে না তাঁর।