বিক্রম ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে দড়ি টানাটানির ঘটনা আজও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে দগদগে হয়ে রয়েছে। শেষ পর্যন্ত হাইব্রিড মেডেল মেনেই দুবাইতে মিনি বিশ্বকাপের ম্যাচগুলি খেলেছিল ভারতীয় দল। অন্যদিকে ভারতের ম্যাচ বাদে প্রতিটি ম্যাচই আয়োজিত হয়েছিল পাক (Pakistan) ময়দানে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
যদিও শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফি কাঁধে তোলে ভারত। ফলত, ম্যাচ ভেন্যু নিয়ে ভারত-পাক দ্বন্দ্ব আপাতত ভুলে গিয়েছেন ভক্তরা। এহেন আবহ, IPL-এর মাঝেই কানে আসছে বড় খবর। সূত্র বলছে, খুব শীঘ্রই আগস্টে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে যোগ দিতে ভারত সফরে আসছে পাকিস্তান দল।
বিবাদ ভুলে ভারত সফর করবে পাকিস্তান দল?
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, 2025 সালের হকি এশিয়া কাপ অনুষ্ঠিত হতে চলেছে বিহারে। জানা যাচ্ছে আগামী 29 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত বিহারের রাজগীরে এই আন্তর্জাতিক টুর্নামেন্টটি চলবে। মূলত, সেই প্রতিযোগিতায় অংশ নিতেই খুব শীঘ্রই ভারতের উদ্দেশ্যে রওনা দেবে পাকিস্তানের হকি দল।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
জানা যাচ্ছে, টুর্নামেন্টে আয়োজনের জন্য হকি ইন্ডিয়া ও বিহারের ক্রীড়া কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আর সেই চুক্তি মেনেই বিহারের মাটিতে গড়াবে আন্তর্জাতিক এশিয়া কাপের হকি টুর্নামেন্ট।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল
প্রাপ্ত তথ্য যা বলছে তাতে, আগামী আগস্ট মাসে বিহারের রাজগীরে অনুষ্ঠিত হতে যাওয়া 2025 এশিয়া কাপের আন্তর্জাতিক হকি টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান ছাড়াও অংশগ্রহণ করবে জাপান, কোরিয়া, চিন এবং মালয়েশিয়ার হকি দল। জানা গিয়েছে, আরও দুটি দল বাছাই পর্বের ম্যাচে জয়ী হয়ে এশিয়া কাপে খেলতে আসছে।
অবশ্যই পড়ুন: শব্দের থেকে ৫ গুণ বেশি গতি! পাকিস্তানের ঘুম ওড়াল ভারতের ব্রহ্মাস্ত্র
প্রসঙ্গত, আসন্ন আগস্টে বিহারের রাজগীরে অনুষ্ঠিত হতে যাওয়া 2025 এশিয়া কাপের আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট সম্পর্কে বিহারের ক্রীড়া বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব ডঃ বি রাজেন্দ্র জানান, রাজগীরে হিরো এশিয়া কাপ 2025 হকি টুর্নামেন্ট আয়োজন করা আমাদের জন্য সত্যিই গর্বের বিষয়। টুর্নামেন্টটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেদিকেই নজর রয়েছে আমাদের।
আমরা এশিয়ার শীর্ষস্থানীয় আন্তর্জাতিক হকি দলগুলিকে স্বাগত জানাতে মুখিয়ে রয়েছি। মুখ্য সচিব আরও বলেন, বিহারে অনুষ্ঠিত হতে যাওয়া পুরুষদের আন্তর্জাতিক টুর্নামেন্টটি শুধুমাত্র রাজগীরের মর্যাদা বৃদ্ধি করবে না, সেই সাথে স্থানীয় খেলোয়ারদেরও অনুপ্রাণিত করবে। এই বিরাট টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত।