লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Pakistan Vs New Zealand: কিউইদের কাছে দুরমুশ হয়ে মেজাজ হারিয়ে সমর্থকদের মারতে গেলেন পাকিস্তানি ক্রিকেটার| Pak Cricketer Went To Beat Up Fans

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দলের দুঃসময়ে মেজাজ হারালেন পাকিস্তানি ক্রিকেটার। হ্যাঁ, নিউজিল্যান্ডের (New Zealand) ঘরের মাঠে সদ্য টি-টোয়েন্টি সিরিজে 4-1 ব্যবধানে পরাস্ত হয়েছে পাক বাহিনী। আর সেই রেশ কাটতে না কাটতেই ফের কিউই বাহিনীর হাতে ধবলধোলাই হল মহম্মদ রিজওয়ানের পাকিস্তান।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

ফলত, প্রথমে সলমন আগা এবং সব শেষে রিজওয়ানের নেতৃত্বে পরাজয়ের যন্ত্রণা সইতে না পেরে একেবারে তেড়েফুঁড়ে উঠলেন পাক তারকা খুশদিল শাহ। সূত্রের খবর, ওয়ানডেতে হোয়াইটওয়াশ হতেই সমর্থকদের সমালোচনার মুখে পড়েন পাক তারকা খুশদিল। আর এরপরই নাকি মেজাজ সামলাতে পারেননি তিনি।

READ MORE:  New Zealand Vs Pakistan: ১৩ রান করেই বিশ্ব রেকর্ড গড়লেন পাক তারকা! কীভাবে? জানুন | Pak Spinner Creates World Record

ঠিক কী ঘটেছিল?

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, শনিবার নিউজিল্যান্ডের ওভালে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে 43 রানের বড় ব্যবধানে পরাস্ত হয় পাকিস্তান। আর সেই হারের ম্যাচ শেষ হতেই দর্শকদের সমালোচনার মুখে পড়েন পাক তারকা খুশদিল শাহ।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

জানা গিয়েছে, এদিন ধারাবাহিক ব্যর্থতার কারণে পাকিস্তান দলকে একেবারে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন দর্শকরা। সেই সাথে চলে খুশদিলের সমালোচনা। আর এরপরই নাকি মেজাজ সামলাতে না পেরে সমর্থকদের দিকে তেড়ে যান খুশদিল।

READ MORE:  IPL 2025 Schedule: KKR-এর ঘরের মাঠে শুরু, কলকাতায় ফাইনাল! দেখে নিন IPL 2025-এর পূর্ণাঙ্গ সময়সূচি | IPL 2025 Date, Time Venue, Schedule

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই দৃশ্য ভাইরাল হয়েছে। ভাইরাল সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, পাকিস্তানি তারকাকে দর্শকদের উদ্দেশ্যে তেড়ে যেতে দেখে তড়িঘড়ি সেখানে ছুটে আসেন একজন নিরাপত্তাকর্মী। কোনও মতে তাঁকে টেনে ধরে রেখেছেন তিনি, যেই ছবি সমাজ মাধ্যমে এখন হু হু করে বইছে।

 

অবশ্যই পড়ুন: ‘ভারত বিরোধী কার্যকলাপ আমাদের জমিতে নয়’, মোদীর সামনে প্রতিজ্ঞা শ্রীলঙ্কার রাষ্ট্রপতির

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টি-টোয়েন্টির 4 ম্যাচে অংশ নিলেও ওয়ানডে সিরিজের সুযোগ হয়নি খুশদিল শাহর। কিউই বাহিনীর বিপক্ষে ওয়ানডের 3 ম্যাচেই তাঁকে বিশ্রামে রেখেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

READ MORE:  জঙ্গি হানার ছক, আদৌ চ্যাম্পিয়নস ট্রফি হবে পাকিস্তানে? ফাঁস গোয়েন্দা রিপোর্ট

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.