PAN Aadhaar Link: ১ এপ্রিল থেকে আর ঢুকবে না টাকা! PAN আধার লিঙ্ক না করালে হবেন বঞ্চিত | Do PAN Aadhaar Link Before 1st April
শ্বেতা মিত্র, কলকাতা: এখনো অবধি আধার কার্ডের সঙ্গে PAN লিঙ্ক (PAN Aadhaar Link) করেননি? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। এই কাজটি না করলে আগামী দিনে আপনি অনেক বড় বিপদের মুখে পড়ে যাবেন, যেটি সম্পর্কে হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না। আটকে যাবে একের পর এক জরুরি কাজ। কেন্দ্রীয় সরকার আধার এবং প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে। এর সময়সীমা ৩০ জুন ২০২৩ তারিখে শেষ হয়ে গেছে। এর পরে প্যান কার্ডটি নিষ্ক্রিয় করার কথা ছিল। তবে আদালত এতে স্থগিতাদেশ দিয়েছে। আপনি যদি এখনও আপনার আধার এবং প্যান লিঙ্ক না করে থাকেন, তাহলে আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে।
যারা তাদের প্যান কার্ড আধারের সাথে লিংক করেন না তাদের কলেজে ভর্তি, ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা ব্যবসা করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। আধার এবং প্যান কার্ড লিঙ্ক না করলে আপনার কোন কোন কাজ প্রভাবিত হবে তা জেনে নিন ঝটপট।
যদি আপনি আপনার আধার এবং প্যান কার্ড লিঙ্ক না করে থাকেন, তাহলে আপনি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এখন প্রতিটি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য আধার-প্যান লিঙ্ক থাকা বাধ্যতামূলক।
যদি প্যান এবং আধার কার্ড লিঙ্ক না করা থাকে, তাহলে আপনি আয়কর রিটার্নও দাখিল করতে পারবেন না। নিষ্ক্রিয় প্যান কার্ড থাকা সত্ত্বেও আপনি ফেরত দাবি করতে পারবেন না।
এছাড়াও, যদি আপনি আপনার আধার কার্ড এবং প্যান লিঙ্ক না করেন, তাহলে আপনার বিনিয়োগ কার্যকলাপ বন্ধ হয়ে যাবে। আপনি মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ করতে পারবেন না।
যদি আপনার প্যান এবং আধার লিঙ্ক করা না থাকে, তাহলে আপনি বিনিয়োগের জন্য আপনার ডিম্যাট অ্যাকাউন্টও খুলতে পারবেন না।
যদি এই দুটি নথি একে অপরের সাথে সংযুক্ত না থাকে, তাহলে আপনি শেয়ার ছাড়া অন্য কোনও সিকিউরিটি ক্রয় বা বিক্রয়ের জন্য একবারে ১ লক্ষ টাকার বেশি অর্থ প্রদান করতে পারবেন না।
যদি আপনার প্যান এবং আধার লিঙ্ক না থাকে, তাহলে গাড়ি কেনা-বেচার ক্ষেত্রে আপনার সমস্যার সম্মুখীন হতে হবে। এর জন্য আরও বেশি কর দিতে হবে।
যেসব ব্যাংক বা সমবায় ব্যাংক আধারের সাথে প্যান লিঙ্ক করেনি, সেখানে ফিক্সড ডিপোজিট এবং সেভিংস অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনও অ্যাকাউন্ট খোলা যাবে না। এছাড়াও, আপনি কোনও ব্যাংক বা সমবায় ব্যাংকে ৫০ হাজার টাকার বেশি জমা করতে পারবেন না।
যদি প্যান কার্ড এবং আধার লিঙ্ক না করা থাকে, তাহলে আপনি ক্রেডিট এবং ডেবিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। এর প্রভাব বীমা পলিসির উপরও পড়বে। আপনি একটি আর্থিক বছরে ৫০,০০০ টাকার বেশি প্রিমিয়াম দিতে পারবেন না।
যদি আপনার এই নথিগুলি লিঙ্ক করা না থাকে, তাহলে সম্পত্তি কেনা-বেচার ক্ষেত্রে আপনার অসুবিধা হবে। ১০ লক্ষ টাকার বেশি মূল্যের স্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয়ের উপর আরও বেশি কর দিতে হবে। এর সাথে, যেকোনো পণ্য বা পরিষেবা ক্রয়-বিক্রয়ের জন্য, প্রতি লেনদেনে আরও বেশি কর দিতে হবে।
যদি আপনার আধার কার্ড আপনার প্যান কার্ডের সাথে লিঙ্ক না করা থাকে, তাহলে আপনার উপর ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করা হতে পারে। সেই কারণেই যদি আপনার আধার এবং প্যান কার্ড লিঙ্ক করা না থাকে, তাহলে আপনার অবিলম্বে এই কাজটি করা উচিত।
শ্বেতা মিত্র, কলকাতা: গরমে হাঁসফাঁস করছেন বাংলার মানুষ। তাপমাত্রা যেন কমতেই চাইছে না। মাঝেমধ্যে দমকা…
বাজেট ফ্রেন্ডলি রিচার্জ প্ল্যান এনে জনপ্রিয়তা লাভ করেছে BSNL। কম দামে দীর্ঘ মেয়াদের একাধিক রিচার্জ…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩১শে মার্চ, সোমবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Samsung আনতে চলেছে নতুন প্রযুক্তির ফোল্ডেবল স্মার্টফোন, যা ৩৬০ ডিগ্রি ফোল্ড করা যাবে বলে দাবি…
গত কয়েকবছরে স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটিতে পরিবর্তন এসেছে। এখন ৫০০০ এমএএইচ এর পরিবর্তে ফোনে আরও বড়…
সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ মামলা (DA Case) নিয়ে বিতর্ক এখন…
This website uses cookies.