Pan Aadhaar Link: PAN-আধার লিঙ্কিং নিয়ে জারি নয়া আদেশ, তড়িঘড়ি মিটিয়ে নিন কাজ | New Notice
শ্বেতা মিত্র, কলকাতাঃ PAN-আধার কার্ড লিঙ্কিং নিয়ে সরকারের ঘর থেকে নয়া নির্দেশিকা জারি করা হল। আর এই নির্দেশিকা সকলকে মেনে চলার পরামর্শ অবধি দেওয়া হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) প্যান-আধার লিঙ্কিং সংক্রান্ত একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। এর অধীনে, নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য প্যান এবং আধার লিঙ্ক করার সময়সীমা ৩১ ডিসেম্বর, ২০২৫ নির্ধারণ করা হয়েছে।
যাদের ১ অক্টোবর ২০২৪ সালের আগে পূরণ করা আধার ফর্মের এনরোলমেন্ট আইডির ভিত্তিতে প্যান বরাদ্দ করা হয়েছে তাঁদের জন্য এই সময়সীমা। অন্যান্য সাধারণ প্যান কার্ডধারীরা বর্তমানে জরিমানা সহ প্যান আধারের সাথে লিঙ্ক করতে পারেন। জরিমানা ছাড়াই এটি করার শেষ তারিখ ছিল ৩০ জুন, ২০২৩।
৩ এপ্রিল জারি করা এক বিজ্ঞপ্তিতে, সিবিডিটি বলেছে, ‘আয়কর আইন, ১৯৬১ (১৯৬১ সালের ৪৩) এর ধারা ১৩৯AA এর উপ-ধারা (২এ) দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, কেন্দ্রীয় সরকার এতদ্বারা বিজ্ঞপ্তি দিচ্ছে যে, ১ অক্টোবর, ২০২৪ এর আগে দাখিল করা আধার আবেদনপত্রে তালিকাভুক্তি আইডির ভিত্তিতে প্যান বরাদ্দ করা প্রত্যেক ব্যক্তিকে তার আধার নম্বর আয়করের প্রধান মহাপরিচালক (সিস্টেমস) বা আয়করের মহাপরিচালক (সিস্টেমস) অথবা এই কর্মকর্তাদের দ্বারা অনুমোদিত ব্যক্তিকে ৩১ ডিসেম্বর, ২০২৫ বা তার আগে বা সিবিডিটি দ্বারা নির্দিষ্ট তারিখে জানাতে হবে।’
এই নতুন বিজ্ঞপ্তির অধীনে, প্যান-আধার লিঙ্ক করার প্রক্রিয়া বা আধার নম্বর সম্পর্কে আয়কর বিভাগকে অবহিত করার বিশদ বিবরণ দেওয়া হয়নি। কিন্তু বলা হচ্ছে যে প্যান-আধার লিঙ্কিংয়ের সাধারণভাবে ব্যবহৃত প্রক্রিয়াটি এই ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। জানিয়ে রাখি যে আয়কর বিভাগের ওয়েবসাইটের মাধ্যমে প্যান এবং আধার অনলাইনে লিঙ্ক করা যেতে পারে। প্যান পরিষেবা প্রদানকারী, NSDL অথবা UTIITSL-এর পরিষেবা কেন্দ্রে গিয়ে অফলাইনেও প্যান এবং আধার লিঙ্ক করা যায়। এর জন্য, ফর্ম ‘সংযোজনী-১’ পূরণ করতে হবে এবং প্যান কার্ড এবং আধার কার্ডের মতো কিছু সহায়ক নথিপত্র সাথে রাখতে হবে।
শ্বেতা মিত্র, কলকাতাঃ সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর।…
শীঘ্রই বাজারে আসছে Oppo Find X8 Ultra। রিপোর্ট অনুযায়ী ফোনটি আগামী 10 এপ্রিল চীনে লঞ্চ…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ০৭ই এপ্রিল, সোমবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Xiaomi তিন বছর পর ফের S-সিরিজের নতুন ফোন লঞ্চ করতে চলেছে। এটি কোম্পানির কো-ফাউন্ডার লিন…
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে যত দিন গড়াচ্ছে, তত বিদ্যুতের বিলের (Electricity Bill) খরচ বাড়ছে। এসি,…
দেশের এক নম্বর টেলিকম সংস্থা রিলায়েন্স জিও তার কোটি কোটি গ্রাহকের কথা মাথায় রেখে নিয়ে…
This website uses cookies.