Pan Card Update: প্যান কার্ড আপগ্রেড না করলে কি বন্ধ হয়ে যাবে? জেনে নিন কি বলছে আয়কর বিভাগ
বিগত বেশ কয়েকদিন ধরে প্যান কার্ড আপগ্রেড নোটিশ নিয়ে চিন্তায় পড়েছেন দেশের কোটি কোটি মানুষ। এদিন মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী নোটিসে বলা হয়েছে, খুব শীঘ্রই প্যান কার্ডের ২.০ ভার্সন চালু করা হবে। এই তথ্য প্রকাশ্যে আসার পর থেকে রীতিমতো দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন দেশের কয়েক কোটি নাগরিক। আমরা আপনাদের বলি, বর্তমানে ভারতে প্রায় ৭৮ কোটি প্যান কার্ড জারি করেছে আয়কর বিভাগ। যার বেশিরভাগ প্যান কার্ড রয়েছে ব্যক্তির নামে। এমন সময় প্যান কার্ডে ২.০ পরিবর্তন আসলে নাগরিকরা কি কি সুবিধা থেকে বঞ্চিত হবেন তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন।
গত সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভা প্যান কার্ড নিয়ে একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। পুরনো প্যান কার্ড বাতিল করে QR কোর্ড সহ নতুন প্যান কার্ড জারি করার অনুমতি দিয়েছে মন্ত্রিসভা। আমরা আপনাদের বলি, ইতিমধ্যে ভারতীয় আয়কর বিভাগ কর্তৃক যে পরিমাণ প্যান কার্ড জারি করা হয়েছে তার বেশিরভাগ প্যান কার্ড গত ১৫ থেকে ২০ বছরের আগের সফটওয়্যার ব্যবহার করে জারি করা হয়েছে। ফলে এই সমস্ত প্যান কার্ডে QR কোর্ডের অস্তিত্ব নেই। ফলে তথ্য যাচাই করনের সময় দূর ভোগান্তির শিকার হন অনেকেই। এমনকি সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করার ক্ষেত্রেও দেখা যায় বিভ্রান্তি।
প্যান কার্ডের নতুন আপগ্রেড এই সমস্যা থেকে মুক্তি দেবে নাগরিকদের। QR কোর্ড সহ নতুন প্যান কার্ড তথ্য যাচাই করণের সময় কাজের গতি বাড়াবে বলে মনে করছে আয়কর বিভাগ। তবে এতকিছুর মধ্যে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, তবে কি বন্ধ হয়ে যাবে পুরনো প্যান কার্ড? আপগ্রেড না করালে কি সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন নাগরিকরা। তবে আমরা আপনাদের সুবিধার্থে বলে রাখি, এখনো পর্যন্ত প্যান কার্ডের আপগ্রেড নিয়ে কোন ধরনের তথ্য শেয়ার করেনি আয়কর বিভাগ। তবে আয়কর রিটার্ন এবং শেয়ার মার্কেটে বিনিয়োগ করার সময় সমস্যার সম্মুখীন হতে পারেন।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১লা এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটবে?…
Vivo আজ তাদের Y300 সিরিজের দুটি নতুন ফোন লঞ্চ করেছে। প্রথম মডেলটি হল Vivo Y300…
এই বছর এখনও অবধি বাজেট-ফ্রেন্ডলি দামে একাধিক স্মার্টফোন লঞ্চ হয়েছে। যাদের পকেট হালকা তারা এই…
ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি Reliance Jio আজ থেকে বিনামূল্যে JioHotstar অফারটি বন্ধ করে দিচ্ছে। এই…
সৌভিক মুখার্জী, কলকাতা: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে দুর্নীতির অভিযোগে কারাগারে বন্দি। তবে শোনা…
সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতা এমন একটি শহর যার ঐতিহ্য, সংস্কৃতি এবং ব্যস্ত জীবনযাত্রা গোটা দেশে…
This website uses cookies.