Parineeta: টানা ষষ্ঠবারের মতো TRP টপার! 'পরিণীতা'র সাফল্যের রহস্য ফাঁস করলেন অভিনেতা | This Week Target Rating Point
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই বাংলা সিরিয়াল দেখার প্রতি মানুষের ঝোঁক ততই যেন পাল্লা দিয়ে বাড়ছে। এদিকে দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে যতটা সম্ভব কিছুটা ব্যতিক্রম সিরিয়াল আনার কাজের উঠেপড়ে লেগেছে সিরিয়াল নির্মাতারা। তেমনি একটি মেগা হল ‘পরিণীতা’ যেটি কিনা জি বাংলায় চলছে। সিরিয়ালটি আসার পর থেকেই কার্যত ছক্কা হাঁকাচ্ছে। প্রতি সপ্তাহেই টিআরপি লিস্টের (TRP List) শীর্ষে উঠে আসছে এটি। ফলে স্বাভাবিকভাবেই খুশি মেগার কলাকুশলিরা। এবার নতুন রেকর্ড গড়ল মেগাটি। চলুন জেনে নেওয়া যাক বিশদে।
সিরিয়ালটি যেদিন থেকে আসার কথা হয়েছিল তবে থেকে একে নিয়ে চর্চা শেষ নেই। তার প্রথম কারণ প্রথমত মুখ্য অভিনেতা ও অভিনেত্রীকে নিয়ে। রায়ান ও পারুলের গল্প যে দর্শকদের এত ভালো লেগে যাবে সেটা হয়তো কেউ বুঝতেই পারেনি। ধারাবাহিকে রায়ানের চরিত্রে অভিনয় করছেন উদয় প্রতাপ সিংহ। তবে তাকেও এই নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি। সিরিয়াল ডাহা ফ্লপ হয়ে যাবে সেটা অবধি শুনতে হয়েছে। তবে সব কটাক্ষ উড়িয়ে টানা ষষ্ঠবারের মতো বেঙ্গল টপার হল মেগাটি। আর এই নিয়ে বেজায় খুশি সকলে।
তবে এই সাফল্যের নেপথ্যের কাহিনী কী? সেটা নিয়ে মন্তব্য করেছেন রায়ান ওরফে উদয় প্রতাপ। শুরুতেই এই সাফল্য তিনি আশা করেননি সেটা জানিয়েছেন। তবে সাফল্যের নেপথ্যে ‘টিম ওয়ার্ক’-কেই গুরুত্ব দিয়েছেন অভিনেতা। ইন্দ্রপুরী স্টুডিয়োয় শুটিং চলছে মেগার। ব্যস্ত সময়ের মধ্য থেকেই উদয় বললেন, ‘‘কোনও কাজের খারাপ ফলাফল হলে তখন কারণ অন্বেষণ করা সহজ। কিন্তু সেটা ভাল হলে তার কারণ বিশ্লেষণ করা কঠিন হয়ে দাঁড়ায়।’’
উদয়ের মতে, তাঁদের গল্পে গ্রাম, কলেজ এবং বসু পরিবার— তিনটি আঙ্গিক বৃহত্তর দর্শককে আকর্ষণ করে। উদয় জানান, ‘‘রাতে বাড়ি ফিরে দর্শক সাধারণত একটু হালকা চালে কোনও আধুনিক গল্প দেখতে পছন্দ করেন। আমাদের ধারাবাহিক সেই চাহিদা পূরণ করে।’’ এরপর তাঁর নায়িকা পারুল ওরফে নবাগতা ঈশানী চট্টোপাধ্যায়ের প্রশংসা করতেও ভুললেন না উদয়।
অভিনেতা জানান, ‘‘ওর প্রথম কাজ। কিন্তু খুবই পরিশ্রম করছে।’’ পরিচালক কৃষ্ণেন্দু বসু সম্পর্কে অভিনেতা জানান, ‘‘পরিচালকের বয়স কম। তাই অনেক নতুন ধরনের ভাবনা ও বাস্তবায়িত করে। সেটাও আমাদের এগিয়ে যেতে সাহায্য করছে।’’ যাইহোক, চলতি সপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ্যে এসেছে। আর এই লিস্ট অনুযায়ী, টানা ষষ্ঠবারের মতো পরিণীতা হয়েছে বেঙ্গল টপার। পরিণীতা পেয়েছে ৭.৯।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে…
বেঙ্গালুরুর সংস্থা Oben Electric গত বছরের শেষে Rorr EZ নামে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছিল।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ থেকে ১০ বছর আগে ১০০০ টাকার ক্রয়ক্ষমতা কেমন ছিল, কোনও ধারণা…
Oppo গত ডিসেম্বরে Dimensity 7300 চিপসেটের সাথে A5 Pro স্মার্টফোন লঞ্চ করছিল। পাওয়ারফুল বডি স্ট্রাকচারের…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই হু হু করে বেড়েই চলেছে বন্দে ভারত (Vande…
This website uses cookies.