### পাসপোর্ট তৈরির নিয়মে পরিবর্তন! এখন বাধ্যতামূলক এই নথি
ভারতে বসবাসের জন্য কিছু গুরুত্বপূর্ণ নথি আবশ্যক। দৈনন্দিন জীবনে নানান কাজে নথির প্রয়োজন হয়, যেমন প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট। কিছু নথি নির্দিষ্ট কাজের জন্য বাধ্যতামূলক।
বিদেশ ভ্রমণের জন্য পাসপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পাসপোর্ট ছাড়া কেউ বিদেশ যেতে পারবেন না। ভারতে পাসপোর্ট পেতে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয় এবং এটি বিদেশ মন্ত্রকের অধীনে ৩৬টি পাসপোর্ট অফিস থেকে ইস্যু করা হয়।
সম্প্রতি সরকার পাসপোর্ট সংক্রান্ত নিয়ম পরিবর্তন করেছে। নতুন নিয়ম অনুযায়ী, ১ অক্টোবর ২০২৩ বা তার পরে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য **জন্ম সনদ বাধ্যতামূলক** করা হয়েছে। অর্থাৎ, এই নথি ছাড়া তারা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না।
তবে, যারা ১লা অক্টোবর ২০২৩ সালের আগে জন্মগ্রহণ করেছেন, তারা বিকল্প নথি যেমন ড্রাইভিং লাইসেন্স, স্কুল ছাড়ার সার্টিফিকেট ইত্যাদি জমা দিয়ে পাসপোর্ট পেতে পারবেন।
নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট তারিখের পর জন্মগ্রহণকারীদের জন্য জন্ম সনদই একমাত্র গ্রহণযোগ্য জন্মতারিখের প্রমাণ হিসেবে গণ্য হবে। তাই পাসপোর্ট তৈরির জন্য প্রয়োজনীয় নথি আগে থেকেই প্রস্তুত রাখা গুরুত্বপূর্ণ।