PCB Vs Corbin Bosch: IPL আটকাতে নতুন ফন্দি? মুম্বই ইন্ডিয়ান্স তারকাকে আইনি নোটিস দিল পাকিস্তান বোর্ড | PCB Sends Legal Notice To MI Star

বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL শুরুর আগেই জোর ধাক্কা খেল মুম্বই ইন্ডিয়ান্স! সম্প্রতি চোটের কারণে হার্দিক পান্ডিয়ার দল থেকে বাদ পড়েছেন তাবড় তারকা লিজাড উইলিয়ামস। খেলোয়াড়ের পরিবর্তে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার কর্বিন বচকে বিকল্প হিসেবে ডেকে পাঠায় MI। আর সেই সুযোগ যাতে হাতছাড়া না হয় সেজন্য পাকিস্তান সুপার লিগের চুক্তি নাকচ করে দেন প্রোটিয়া তারকা। বদলে IPL-এ খেলতে চরম উৎসাহ প্রকাশ করেন তিনি। আর এই ঘটনার পরই MI-র হয়ে খেলতে যাওয়া বচকে আইনি নোটিস পাঠালো, পাকিস্তান ক্রিকেট বোর্ড।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

দোটানায় পড়ে যান বচ

এ বছরই পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ চলাকালীন দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে অভিষেক হয় বচের। দেশের জার্সি গায়ে উঠতেই পাকিস্তান সুপার লিগের দশম সংস্করণে ডায়মন্ড ক্যাটাগরিতে তাঁকে টেনে নেয় পেশোয়ার জালমি। অন্যদিকে উইলিয়ামস চোট পেতেই তাঁর বিকল্প হিসেবে IPL শুরুর আগেই বচকে ডেকে পাঠায় মুম্বই ইন্ডিয়ান্স।

READ MORE:  IPL 2025: ৫৮ বলে ১৩৭ রান, IPL-র আগে ঝড় তুললেন ঈশান কিষাণ! ফিরবেন টিম ইন্ডিয়ায়? | Ishan Kishan In Great Form Before IPL 2025

এমতাবস্থায়, কার্যত দোটানায় পড়ে গিয়েছিলেন বচ। শেষ পাকিস্তান সুপার লিগের চুক্তি নাকচ করে IPL-এ মুম্বইয়ের হয়ে খেলতে আগ্রহী হন তিনি। আর এরপরই এজেন্ট মারফত বচকে আইনি নোটিস ধরিয়েছে পাকিস্তান ক্রিকেট।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

নোটিসে কী বলা হয়েছে?

চুক্তি ভঙ্গের কারণে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার বচকে আইনি নোটিস পাঠিয়েছে পিসিবি। এহেন আবহে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে পাঠানো নোটিসে বচ ঠিক কী কারণে পাকিস্তান সুপার লিগের চুক্তি ভাঙলেন তা জানতে চাওয়া হয়েছে। সেই সাথে জবাব দেওয়ার জন্য নির্দিষ্ট সময়ও বেঁধে দিয়েছে পাক বোর্ড।

READ MORE:  Former Pakistani Captain: বন্ধ করতে হবে IPL! ভারত, BCCI-র বিরুদ্ধে একজোট হওয়ার আর্জি প্রাক্তন পাক তারকার | Inzamam-ul-Haq Against BCCI

IPL-এর কারণে সমস্যায় পড়েছে PSL?

2016 সাল থেকে শুরু হওয়া পাকিস্তান সুপার লিগের সাথে এই প্রথমবারের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সময়সীমা একপ্রকার মিলে গিয়েছে। ফলত, সমসাময়িক সময়সূচি হওয়ায় যথেষ্ট চাপে পড়তে হচ্ছে পাক লিগের কর্তাদের। বলে রাখি, চ্যাম্পিয়নস ট্রফির কারণে এবারের PSL এপ্রিল-মে মাসে পেছাতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। আর সেই কারণেই তৈরি হয়েছে সমস্যা। বচের মতো আরও বেশ কিছু বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারত, তবে IPL এ জায়গা না হওয়ায় পরবর্তীতে তাঁরা PSL- এ সই করিয়েছেন।

READ MORE:  2025 Surrey Championship: দাম দেয়নি BCCI, এবার বিদেশে খেলতে যাচ্ছেন KKR-র এই প্রাক্তন প্লেয়ার | KS Bharat Got Chance In Surrey Championship

অবশ্যই পড়ুন: সুপার কাপের আগে ইস্টবেঙ্গলের কোচিং স্টাফে পরিবর্তন? জল্পনা বাড়াল এক ছবি

MI-র কোচ হিসেবে যোগ দিয়েছেন বলিউড তারকা

শোনা যাচ্ছে, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মরসুমে এক বলিউড অভিনেতাকে কোচ হিসেবে যুক্ত করেছে মুম্বই ইন্ডিয়ান্স। হ্যাঁ, বলিউড স্টার জ্যাকি শ্রফকে স্পিরিট কোচ হিসেবে নিয়োগ করে আম্বানির দল। সম্প্রতি এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দিয়েছে MI। সাম্প্রতিক কিছু সোশ্যাল মিডিয়া পোস্টেও জ্যাকি শ্রফকে হার্দিক পান্ডিয়াদের উৎসাহ জোগাতে দেখা গিয়েছে।

Scroll to Top