PCB Vs Corbin Bosch: IPL আটকাতে নতুন ফন্দি? মুম্বই ইন্ডিয়ান্স তারকাকে আইনি নোটিস দিল পাকিস্তান বোর্ড | PCB Sends Legal Notice To MI Star
বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL শুরুর আগেই জোর ধাক্কা খেল মুম্বই ইন্ডিয়ান্স! সম্প্রতি চোটের কারণে হার্দিক পান্ডিয়ার দল থেকে বাদ পড়েছেন তাবড় তারকা লিজাড উইলিয়ামস। খেলোয়াড়ের পরিবর্তে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার কর্বিন বচকে বিকল্প হিসেবে ডেকে পাঠায় MI। আর সেই সুযোগ যাতে হাতছাড়া না হয় সেজন্য পাকিস্তান সুপার লিগের চুক্তি নাকচ করে দেন প্রোটিয়া তারকা। বদলে IPL-এ খেলতে চরম উৎসাহ প্রকাশ করেন তিনি। আর এই ঘটনার পরই MI-র হয়ে খেলতে যাওয়া বচকে আইনি নোটিস পাঠালো, পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এ বছরই পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ চলাকালীন দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে অভিষেক হয় বচের। দেশের জার্সি গায়ে উঠতেই পাকিস্তান সুপার লিগের দশম সংস্করণে ডায়মন্ড ক্যাটাগরিতে তাঁকে টেনে নেয় পেশোয়ার জালমি। অন্যদিকে উইলিয়ামস চোট পেতেই তাঁর বিকল্প হিসেবে IPL শুরুর আগেই বচকে ডেকে পাঠায় মুম্বই ইন্ডিয়ান্স।
এমতাবস্থায়, কার্যত দোটানায় পড়ে গিয়েছিলেন বচ। শেষ পাকিস্তান সুপার লিগের চুক্তি নাকচ করে IPL-এ মুম্বইয়ের হয়ে খেলতে আগ্রহী হন তিনি। আর এরপরই এজেন্ট মারফত বচকে আইনি নোটিস ধরিয়েছে পাকিস্তান ক্রিকেট।
চুক্তি ভঙ্গের কারণে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার বচকে আইনি নোটিস পাঠিয়েছে পিসিবি। এহেন আবহে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে পাঠানো নোটিসে বচ ঠিক কী কারণে পাকিস্তান সুপার লিগের চুক্তি ভাঙলেন তা জানতে চাওয়া হয়েছে। সেই সাথে জবাব দেওয়ার জন্য নির্দিষ্ট সময়ও বেঁধে দিয়েছে পাক বোর্ড।
2016 সাল থেকে শুরু হওয়া পাকিস্তান সুপার লিগের সাথে এই প্রথমবারের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সময়সীমা একপ্রকার মিলে গিয়েছে। ফলত, সমসাময়িক সময়সূচি হওয়ায় যথেষ্ট চাপে পড়তে হচ্ছে পাক লিগের কর্তাদের। বলে রাখি, চ্যাম্পিয়নস ট্রফির কারণে এবারের PSL এপ্রিল-মে মাসে পেছাতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। আর সেই কারণেই তৈরি হয়েছে সমস্যা। বচের মতো আরও বেশ কিছু বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারত, তবে IPL এ জায়গা না হওয়ায় পরবর্তীতে তাঁরা PSL- এ সই করিয়েছেন।
অবশ্যই পড়ুন: সুপার কাপের আগে ইস্টবেঙ্গলের কোচিং স্টাফে পরিবর্তন? জল্পনা বাড়াল এক ছবি
শোনা যাচ্ছে, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মরসুমে এক বলিউড অভিনেতাকে কোচ হিসেবে যুক্ত করেছে মুম্বই ইন্ডিয়ান্স। হ্যাঁ, বলিউড স্টার জ্যাকি শ্রফকে স্পিরিট কোচ হিসেবে নিয়োগ করে আম্বানির দল। সম্প্রতি এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দিয়েছে MI। সাম্প্রতিক কিছু সোশ্যাল মিডিয়া পোস্টেও জ্যাকি শ্রফকে হার্দিক পান্ডিয়াদের উৎসাহ জোগাতে দেখা গিয়েছে।
আগামী সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে iPhone 17 Air। তার আগে বিভিন্ন রিপোর্ট থেকে ডিভাইসটি সম্পর্কে…
ভারতের টেলিকম বাজারে আসতে চলেছে আবার নতুন বিপ্লব। রিলায়েন্স জিও এবং এয়ারটেল এবার হাত মিলিয়েছে…
ভাল ক্যামেরা-সহ একটি ফ্ল্যাগশিপ অর্থাৎ এমন একটি স্মার্টফোনের সন্ধানে রয়েছেন, যেখানে ঠাসা থাকবে ফিচার, তাহলে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতীয় রেলে যাতায়াত করেন, কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, মহিলা যাত্রীদের…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ শেয়ারবাজারে (Stock Market Tips) এখন বিনিয়োগের প্রবণতা অনেকের মধ্যেই দেখা যায়। কিন্তু…
আপনি যদি সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত ক্যামেরার সেরা ফোন কিনতে চান তাহলে এই প্রতিবেদন আপনার জন্য।…
This website uses cookies.