শ্বেতা মিত্র, কলকাতাঃ পেনশন (Pension) পেতে ইচ্ছুক? অথচ সরকারি বা বড় কোনও চাকরি করেননি? তাহলে চিন্তা নেই, এবার আপনিও বছরে এক ধাক্কায় ১২,০০০ টাকা অবধি পেনশনের সুবিধা পেয়ে যেতে পারেন। সরকারের তরফে এবার এমন এক ব্যবস্থা করা হয়েছে যার দরুন উপকৃত হবেন বহু মানুষ। এমনিতে সে বিভিন্ন রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্রীয় সরকার, সাধারণ মানুষের সুবিধার্থে বছরের পর বছর ধরে বহু প্রকল্প চালানো হচ্ছে। আর এই প্রকল্পগুলিতে আবেদন করে লাভবান হচ্ছেন সাধারণ মানুষ। আজ তেমনই একটি ব্যবস্থা নিয়ে আলোচনা করা হবে যেখানে রাজ্য সরকার ৬০ বছর পেরোলেই দেবে ১২,০০০ টাকা। বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
সরকার ১২,০০০ টাকা দেবে বয়স্কদের
জানা গিয়েছে, উত্তর প্রদেশে, ৬০ বছরের বেশি বয়সী বয়স্কদের জন্য বার্ধক্য পেনশন পরিচালিত হয়। এই পেনশন প্রকল্পের অধীনে, সুবিধাভোগী প্রতি বছর ১২,০০০ টাকা অর্থাৎ প্রতি মাসে ১,০০০ টাকা পেনশন পেতে পারেন। আপনার আশেপাশে যদি এমন কোনও অভাবী ব্যক্তি থাকে তবে তিনি এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। বার্ধক্য ভাতা যাচাইয়ের প্রক্রিয়া ১ এপ্রিল, ২০২৫ থেকে শুরু হবে। এই প্রক্রিয়ার উদ্দেশ্য হল তালিকায় অন্তর্ভুক্ত সুবিধাভোগীদের মধ্যে কারা এখনও জীবিত আছেন তা জানা।
বার্ধক্য ভাতা কী? বার্ধক্য পেনশন প্রকল্পের জন্য কীভাবে আবেদন করবেন ? ইউপি বার্ধক্য পেনশন তালিকা কীভাবে পরীক্ষা করবেন? বার্ধক্য ভাতার টাকা কখন আসবে? সবটা জেনে নেবেন আজ। এই পেনশন প্রকল্পটি উত্তর প্রদেশের সেইসব বয়স্ক ব্যক্তিদের জন্য যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করতে বাধ্য এবং তাদের কোনও পেনশন সুবিধা নেই।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
বয়স ৬০ হলেই কেল্লাফতে
বার্ধক্য পেনশন প্রকল্পের অধীনে, যদি ৬০ বছরের বেশি বয়সী কোনও বয়স্ক ব্যক্তি বিপিএলধারী হন, তাহলে সরকার তাকে প্রতি মাসে ১০০০ টাকা পেনশন দেয়। এই পেনশনের এক অংশ রাজ্য সরকার এবং অন্য অংশ কেন্দ্রীয় সরকার দেয়।
বয়স্ক ভাতার জন্য যোগ্য?
১) আবেদনকারীকে উত্তরপ্রদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) বয়স ৬০ বছর হতে হবে,
৩) আবেদনকারীকে অবশ্যই দারিদ্র্যসীমার নীচে (বিপিএল) হতে হবে।
৪) গ্রামীণ এলাকায় বার্ষিক আয় ৪৬,০৮০ টাকার বেশি হওয়া উচিত নয়
৫) শহরাঞ্চলে বার্ষিক আয় ৫৬,৪৬০ টাকার বেশি হওয়া উচিত নয়।
কারা বার্ধক্য ভাতা পাবেন না?
যদি আবেদনকারী অন্য কোনও ধরণের পেনশন পান তবে তিনি যোগ্য হবেন না। যদি আবেদনকারী উত্তরপ্রদেশের স্থায়ী নাগরিক না হন তাহলে
কাগজে লেখা বয়স ৬০ বছরের কম হলে পেনশন পাওয়া যাবে না।
কীভাবে আবেদন করবেন?
১) প্রথমে অফিসিয়াল সাইট এ যান ।
২) হোম পেজ থেকে ‘ বৃদ্ধাশ্রম পেনশন ‘ ট্যাবে ক্লিক করুন।
৩) নিচে আপনি ‘ অনলাইনে আবেদন করুন ‘ দেখতে পাবেন , এটিতে ক্লিক করুন।
৪) একটি একটি ট্যাবে খোলা ফর্মটিতে আপনার বিবরণ পূরণ করুন।
৫) প্রথমে, আপনার জেলা, তহসিল, নাম, জন্ম তারিখ, ঠিকানা এবং মোবাইল নম্বরের মতো তথ্য পূরণ করুন।
৬) দ্বিতীয় অংশে, ব্যাঙ্কের নাম, শাখা, অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড পূরণ করুন।
৭) এবার ‘আয়ের বিবরণ’ বাক্সে তহসিলদারের কাছ থেকে পাওয়া আয়ের শংসাপত্রের বিবরণ পূরণ করুন।
৮) আপনার পাসপোর্ট সাইজ এবং বয়স প্রমাণের সার্টিফিকেটের একটি কপি আপলোড করুন।
৯) এবার ঘোষণাপত্রে টিক চিহ্ন দিয়ে এবং ক্যাপচা পূরণ করে ফর্মটি জমা দিন।
কোন কোন কাগজপত্রের প্রয়োজন?
পাসপোর্ট সাইজের ছবি
আয়ের সার্টিফিকেট
বয়স সার্টিফিকেট।