Petrol And Diesel Price: চৈত্রের গরমে পেট্রোল, ডিজেলের দামেও ছ্যাকা! আজ কোথায় কত? দেখে নিন রেট | Petrol, Diesel Fuel Price Today
সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতিদিনের মতো আজও ঠিক সকাল ৬টা বাজতেই দেশের তেল উৎপাদন সংস্থাগুলি পেট্রোল এবং ডিজেলের নয়া দাম (Petrol and Diesel Price) প্রকাশ করেছে। কিন্তু আজকের দামে দেখা যাচ্ছে বিশেষ চমক। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও দেশের অনেক শহরে আজ পেট্রোল-ডিজেলের দাম অনেকটাই বেড়েছে। কোথাও আবার সামান্য কমেছেও। তাই সাধারণ মানুষের দৈনন্দিন বাজেটে পড়তে চলেছে আবারো প্রভাব।
গত ২৪ ঘন্টায় বৈশ্বিক বাজারে অপরিশোধিত দলের দাম অনেকটাই কমেছে। হ্যাঁ, ব্রেন্ট ক্রুডের দাম নেমে এসেছে ৬৪.১৮ মার্কিন ডলার প্রতি ব্যারেলে। এদিকে WTI এর দাম কমে দাঁড়িয়েছে ৬১.৫৫ মার্কিন ডলার প্রতি ব্যারেল। তবে অবাক করার বিষয়, দেশের অনেক শহরে আজ পেট্রোল-ডিজেলের দাম ঊর্ধ্বগতিতে ঠেকেছে।
বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, এর পিছনে এক্সসাইজ ডিউটি, ডিলার কমিশন, ভ্যাট এবং অন্যান্য চার্জের প্রভাব রয়েছে। শুধু তাই নয়, চলতি মাসের শুরুতেই সরকার পেট্রোল এবং ডিজেলের উপর ২ টাকা করে আমদানি শুল্ক বাড়িয়েছিল। যার প্রভাব দেশের পেট্রোল-ডিজেলের বাজারে পড়ছে।
আজ নয়া নির্ধারিত দাম অনুযায়ী বিভিন্ন শহরে পেট্রোল-ডিজেলের দামে তারতম লক্ষ্য করা যাচ্ছে। যেমন-
১) কলকাতায় আজ পেট্রোলের দাম ১০৪.৯৫ টাকার প্রতি লিটার এবং ডিজেলের দাম ৯১.৭৬ টাকা প্রতি লিটার।
২) চেন্নাইতে আজ পেট্রোলের দাম ১০০.৭৬ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৯২.৩৫ টাকা প্রতি লিটার।
৩) মুম্বাইতে পেট্রোলের দাম ১০৩.৪৪ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৮৯.৯৭ টাকা প্রতি লিটার।
৪) দিল্লিতে পেট্রোলের দাম ৯৪.৭২ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৮৭.৮২ টাকা প্রতি লিটার।
৫) বিহারে পেট্রোলের দাম ১০৫.৬০ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৯২.৪৩ টাকা প্রতি লিটার।
৬) গাজিয়াবাদে পেট্রোলের দাম ৯৪.৭০ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৮৭.৮১ টাকা প্রতি লিটার।
৭) নয়ডাতে আজ পেট্রোলের দাম ৯৪.৮৭ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৮৯.০১ টাকা প্রতি লিটার।
অনেকেই হয়তো জানেন না, প্রতিদিন ঠিক সকাল ৬টা থেকে দেশের পেট্রোল-ডিজেলের নতুন নাম কার্যকর হয়। হ্যাঁ, আর এর পিছনে রয়েছে এক জটিল কাঠামো। যেখানে মূল তেলের দামের সঙ্গে যুক্ত হয় কেন্দ্রীয় সরকারের এক্সসাইজ ডিউটি, ডিলার কমিশন, ভ্যাট এবং অন্যান্য চার্জের অঙ্ক। অনেক সময় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও দেশের বাজারে তার কোন ছাপ পড়ে না। আর তেমনটাই দেখা গেল আজ।
রেডমি আজ ভারতে তাদের সাশ্রয়ী মূল্যের ফোন Redmi A5 লঞ্চ করল। এর দাম শুরু হয়েছে…
প্রীতি পোদ্দার, কলকাতা: ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে (Murshidabad Waqf Violence) একেবারে ভয়াবহ হিংসা ছড়িয়ে পড়েছে।…
সহেলি মিত্র, কলকাতা: বর্তমান সময়ে এমন খুব মানুষই বাকি আছেন যার পিএফ (PF) অ্যাকাউন্ট নেই।…
প্রীতি পোদ্দার, মুম্বই: দেশ তথা গোটা রাজ্যের উন্নতি ঠিক তখনই সম্ভব যখন সেই রাজ্য অথবা…
সহেলি মিত্র, কলকাতাঃ ফের একবার দুর্যোগের দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলা। ইতিমধ্যে বাংলার নতুন বছর শুরু হয়ে…
রিয়েলমি আগামী ২৩ এপ্রিল চীনে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 7 লঞ্চ করতে চলেছে।…
This website uses cookies.