Petrol And Diesel Price: পেট্রোল, ডিজেলে ২ টাকা করে উৎপাদন শুল্ক বৃদ্ধি! কত টাকা বাড়বে দাম? | Excise Duty On Petrol, Diesel
সৌভিক মুখার্জী, কলকাতা: আবারও পকেটে বড় ধাক্কা? পেট্রোল ডিজেলের দাম (Petrol and Diesel Price) বাড়তে চলেছে? দেশজুড়ে জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে কেন্দ্র সরকার। পেট্রোল ও ডিজেলের উপর প্রতি লিটারে ২ টাকা করে উৎপাদন শুল্ক বাড়ানো হয়েছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। তবে স্বস্থির খবর এই যে, এই শুল্ক বৃদ্ধির ফলে আপাতত জ্বালানির দামে কোনরকম পরিবর্তন আসছে না।
আজ ৭ই এপ্রিল, সোমবার। সদ্য জারি হওয়া একটি নির্দেশিকায় জানানো হয়েছে, পেট্রোল উৎপাদনের শুল্ক বাড়িয়ে ১৩ টাকা প্রতি লিটার করা হয়েছে এবং ডিজেল উৎপাদনের শুল্ক বাড়িয়ে ১০ টাকা প্রতি লিটার করা হয়েছে। আর এখনও পর্যন্ত এই সিদ্ধান্তের ফলে খোলা বাজারে জ্বালানির দাম বাড়বে কিনা তা নিয়ে জল্পনা চলছে। তবে সরকারি তেল বিপণন সংস্থাগুলির তরফ থেকে এখনো কোনোরকম নির্দেশিকা আসেনি। তবে বিশেষজ্ঞরা মনে করছে, অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ার জন্য এই শুল্ক বৃদ্ধি খুচরা দামের উপর সেরকম কোনো প্রভাব ফেলবে না।
গত কয়েক সপ্তাহ ধরেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম একেবারে তলানিতে ঠেকেছে। ফলে দেশের পেট্রোল এবং ডিজেলের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছিল। আর সেই সম্ভাব্য মূল্য হ্রাসকে কেন্দ্র করেই শুল্ক বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যাতে আরো বেশি পরিমাণে রাজস্ব আয় করা যায়।
যদিও কিছুটা শুল্ক বাড়ানো হয়েছে, তবে গ্রাহকরা এখনো পর্যন্ত কোনো মূল্যবৃদ্ধির সম্মুখীন হবে না বলেই মনে করা হচ্ছে। কিন্তু ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারের মূল্য ওঠানামার উপর ভিত্তি করে দাম পরিবর্তনের সম্ভাবনা থাকছে।
3D কার্ভড ডিসপ্লের ফোন কিনতে চাইলে অ্যামাজনের ডিল একদম হাতছাড়া করবেন না। এই ডিলটি iQOO…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৮ই এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটবে?…
সানাম তেরি কাসম, তারা বনাম বিলাল, দি মিরান্ডা ব্রাদার্স এর মতো সিনেমায় দুর্দান্ত অভিনয় করে…
Jio এবং Airtel তাদের গ্রাহকদের প্রিপেইড, পোস্টপেইড এবং ডেটা প্যাক রিচার্জ করার সুবিধা দেয়। এর…
Hyundai তাদের বিলাসবহুল সেডান Verna এর উপর লোভনীয় অফারের ঘোষণা করল। এরফলে ভারনার MY2024 এবং…
প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই পয়লা বৈশাখ। বাংলা নতুন বছরের আগমনকে ঘিরে ঘিরে হাজারও উৎসব পালন…
This website uses cookies.