Petrol Diesel Price: হোলির রঙ ফিকে হল মধ্যবিত্তদের, বাড়ল পেট্রোল-ডিজেলের দাম! দেখে নিন আজকের রেট | Petrol, Diesel Price Hike
সৌভিক মুখার্জী, কলকাতাঃ মধ্যবিত্তদের জন্য হোলির রঙ এবার কিছুটা ফিকে হতে পারে। কারণ দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম (Petrol Diesel Price)। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। দিল্লি থেকে চেন্নাই বলুন কিংবা বেঙ্গালুরু, বেশিরভাগ শহরেই জ্বালানির দাম এখন ঊর্ধ্বমুখী। আজ থেকে নতুন দাম দিয়ে পেট্রোল-ডিজেল কিনতে হবে সাধারণ মানুষকে। চলুন দেখে নেওয়া যাক, ভারতের প্রধান প্রধান শহরগুলিতে আজ পেট্রোল-ডিজেলের বর্তমান বাজার দর।
বিশেষজ্ঞরা মনে করছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দামের ওঠানামা এবং দেশীয় কর কাঠামোর কারণেই পেট্রোল-ডিজেলের দামে এই বড়সড় পরিবর্তন আসছে। সূত্র বলছে, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৭০ মার্কিন ডলারের মধ্যে রয়েছে। তবে আমেরিকার বাজারে এটি ব্যারেল প্রতি ৬৭ মার্কিন ডলার ছুঁয়ে ফেলেছে।
দিল্লিতে আজ পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৪.৭৭ টাকা এবং ডিজেলের দাম ৮৭.৬৭ টাকা।
চেন্নাইতে আজ পেট্রোলের দাম ১০০.৮০ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৯২.৩৯ টাকা প্রতি লিটার।
তবে কলকাতাবাসীদের জন্য সুখবর। এখানে পেট্রোল এবং ডিজেলের দামে কোনরকম পরিবর্তন আসেনি। কলকাতায় আজ পেট্রোলের দাম ১০৫.০১ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৯১.৮২ টাকা প্রতি লিটার।
মুম্বাইয়ের বাসিন্দাদের জন্য রয়েছে বেশ স্বস্তির খবর। কারণ মুম্বাইয়ে পেট্রোলের দাম কমেছে ৪৪ পয়সা। এখন প্রতি লিটার পেট্রোল ১০৩.৫০ টাকা। পাশাপাশি ডিজেলের দামও কমেছে ২.১২ টাকা প্রতি লিটারে। এখন প্রতি লিটার ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯০.০৩ টাকা।
বেঙ্গালুরুতে আজ প্রতি লিটার পেট্রোলের দাম ১০২.৯২ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম ৮৮.৯৯ টাকা।
গুরুগ্রামে আজ পেট্রোলের দাম ৯৫.২৫ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৮৮.১০ টাকা প্রতি লিটার।
চন্ডিগড়ে আজ পেট্রোলের দাম ৯৪.৩০ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৮২.৪৫ টাকা প্রতি লিটার।
জ্বালানির দামের এই পরিবর্তন সাধারণ মানুষের পকেটে সরাসরি প্রভাব ফেলবে। কারণ পরিবহনের খরচ বাড়ায় সাধারণ মানুষের এখন বেশি করে ভাড়া গুনতে হবে। এর পাশাপাশি জিনিসপত্রের দামও বাড়তে পারে। কারণ পরিবহন খরচের কারণে খাদ্যপণ্য, অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বৃদ্ধি পেতে পারে। তাছাড়া সাধারণ মানুষের মাসিক খরচের হিসাবও গুলিয়ে যেতে পারে। বিশেষ করে প্রতিদিন যাতায়াতের জন্য গাড়ি বা বাইক যারা ব্যবহার করেন।
বেশ কিছু সংবাদসূত্রের খবর অনুযায়ী, বিশ্ববাজারে তেলের দামের ওঠানামা অব্যাহত থাকলে আগামী দিনে পেট্রোল-ডিজেলের দাম আরও বেশি পরিমাণে বাড়তে পারে। হোলির আগে এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জন্য নিঃসন্দেহে এক বড় ধাক্কা, তা বলার অপেক্ষা রাখে না।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিজীবীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি (EPF) আর্থিক সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি…
Samsung এই বছরের শুরুতে Galaxy S25 সিরিজের তিনটি মডেল লঞ্চ করেছে এবং শোনা যাচ্ছে যে…
প্রিপেইড প্ল্যানের পাশাপাশি Airtel বিভিন্ন পোস্টপেইড প্ল্যান অফার করে। এরমধ্যে কিছু প্ল্যান ইনফিনিটি ফ্যামিলি প্যাক…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের অন্যতম OTT প্ল্যাটফর্ম Disney+ Hotstar-এর সাথে হাত মিলিয়ে JioHotstar বাজারে এনেই…
This website uses cookies.