PF Account: চাকরি বদলালেও হবে না সমস্যা, অ্যাকাউন্ট ট্র্যান্সফার জলভাতের মতো সহজ করল EPFO | PF Account Transfer
সহেলি মিত্র, কলকাতা: ইপিএফও (EPFO) সদস্যদের জন্য রইল বিরাট সুখবর। সকলের সুবিধার্থে এবার পিএফ (PF) অ্যাকাউন্ট সম্পর্কিত নিয়মে বিরাট বদল আনা হল। কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (EPFO) চাকরি পরিবর্তনের সময় PF অ্যাকাউন্টে জমা হওয়া অর্থ ট্রান্সফারের প্রক্রিয়া সহজ করেছে। এর ফলে নিয়োগকর্তার অনুমোদনের প্রয়োজন হবে না। শুক্রবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে যে EPFO ফর্ম ১৩-তে পরিবর্তন করেছে। ১ কোটি ২৫ লক্ষেরও বেশি সদস্য এর সুবিধা পাবেন।
নতুন নিয়ম অনুযায়ী, এখন EPFO আধার সিডিং ছাড়াই নিয়োগকর্তাদের দ্বারা UAN-এর বাল্ক জেনারেশনের সুবিধাও শুরু করেছে। এখনও পর্যন্ত চাকরি পরিবর্তনের সময় পিএফের পরিমাণ ট্রান্সফারের ক্ষেত্রে দুটি ইপিএফ অফিসের ভূমিকা ছিল। যে উৎস অফিস থেকে পিএফের টাকা স্থানান্তর করা হবে তার পাশাপাশি, যে গন্তব্য অফিসে টাকা জমা করার কথা ছিল, সেই অফিসকেও ব্যবস্থা নিতে হবে।
এখন EPFO এই প্রক্রিয়াটিকে আরও সহজ করার জন্য ফর্ম ১৩ সফ্টওয়্যারে পরিবর্তন এনেছে। এর ফলে যে নতুন অফিসে আপনার টাকা ট্রান্সফার করবেন সেখানে কারোর অনুমোদনের প্রয়োজন হবে না। এখন ট্রান্সফার অফিস কর্তৃক ট্রান্সফার দাবি অনুমোদিত হওয়ার পর, পূর্ববর্তী অ্যাকাউন্ট থেকে অর্থ স্বয়ংক্রিয়ভাবে সদস্যের গন্তব্য অফিসে বিদ্যমান অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে।
মন্ত্রক জানিয়েছে যে পরিবর্তনের অধীনে, পিএফ পরিমাণের করযোগ্য এবং কর-অযোগ্য উপাদানগুলিকে পৃথক করার সুবিধাও প্রদান করা হয়েছে। এটি করযোগ্য পিএফ সুদের উপর টিডিএসের সঠিক গণনা সহজতর করবে। এই পদক্ষেপের ফলে ১.২৫ কোটিরও বেশি সদস্য উপকৃত হবেন এবং প্রতি বছর প্রায় ৯,০০০ কোটি টাকা স্থানান্তর সহজতর হবে বলে আশা করা হচ্ছে।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৭ এপ্রিল, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
কম দামের মধ্যে ভালো ফিচারের স্মার্টফোন খুঁজছেন? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা তিনটি…
বিক্রম ব্যানার্জী, বীরভূম: রাতের ঘুম উড়েছে বীরভূমের (Birbhum) মল্লারপুরের বাহিনা মোড়ের বাসিন্দা সঞ্জয় বাদ্যকারের! কারণটা…
সৌভিক মুখার্জী, কলকাতা: মেধাবী, কিন্তু টাকার অভাবে উচ্চশিক্ষার পথে পিছিয়ে যাচ্ছেন? তাহলে আপনার জন্য রয়েছে…
জীবনে বিভিন্ন সময়ে আর্থিক চাপে পড়ে অনেকে ব্যাঙ্কের লোনের (Bank Loan) উপর নির্ভর করে। এতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওয়ের জঙ্গিহানার রক্তাক্ত দাগ এখনো অক্ষত। ঘটনায় প্রাণ হারিয়েছে বাংলা তার…
This website uses cookies.