লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

PF Interest: কেন বাড়ল না PF-র সুদ? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য | Employees’ Provident Fund Organisation Interest Rate

Published on:

শ্বেতা মিত্র, কলকাতা: চলতি অর্থবছরের জন্য সুদের হার ঘোষণা করেছে EPFO। সদস্যদের জন্য ৮.২৫ শতাংশ সুদ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। আপাততভাবে ব্যাঙ্কের থেকে সুদের হার বেশি মনে হলেও, এবারের সুদের হার ৮.৫৫ শতাংশ সুদের হার ঘোষণা করা হয়নি, সে ব্যাপারে প্রশ্ন রয়ে যাচ্ছে। সুদের হার না বাড়ানোর কারণ হিসেবে কেন্দ্রীয় সরকারের ভুল সিদ্ধান্তকেই দায়ী করছে ওয়াকিবহাল মহলের একাংশ।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কেন বাড়ল না PF-এর সুদ?

সরকার যতটা লাভ পাবে বলে আশা করেছিল, সেই পরিমাণ লাভ পাওয়া যাবে না বলেই মনে করা হচ্ছে। কেন্দ্র যে দু’টো কোম্পানির ওপর আস্থা রেখেছিল, সেই দু’টো কোম্পানিই এখন দেউলিয়া। আইএল অ্যান্ড এফএস এবং রিলায়েন্স ক্যাপিটাল, এই দুটো কোম্পানিতে লগ্নি করা হয়েছিল। দুই কোম্পানিকে ইতিমধ্যে দেউলিয়া বলে ঘোষণা করা হয়েছে।

READ MORE:  MP Salary Pension Hike: এক ধাক্কায় সাংসদদের বেতন বাড়ল ২৪০০০, সঙ্গে পেনশনও! ঘোষণা কেন্দ্রের | Central Government Hikes Pension And Salary For MP's

এই সংস্থা দু’টিতে ৩ হাজার ৩৭ কোটি টাকা লগ্নি করা হয়েছিল বলে সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে। পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে ন্যুনতম দেড় হাজার কোটি টাকাও ফেরৎ আসবে কি না সে ব্যাপারে রয়েছে ঘোরতর সন্দেহ।  ফলত মোট যে পরিমাণ লাভের আশা করা হয়েছিল, সেই পরিমাণ লাভ আসবে না বলেই ধরে নেওয়া হচ্ছে। একে টাকা ফেরৎ না আসার ব্যাপারে আশঙ্কা, তার ওপর ৮.২৫% শতাংশ হারে সুদ।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

মিডিয়া রিপোর্টে এও বলা হচ্ছে, সদস্যদের সুদে দেওয়ার পর  EPFO-র হাতে থেকে যাবে ৫ হাজার কোটি টাকারও বেশি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এবার মোট ১৫ লক্ষ ২৩ হাজার ২৮৯ কোটি টাকার উপর সুদ মেটাতে হবে ইপিএফও-কে। কারণ কোটি কোটি সদস্যর জমা রাখা টাকা নিয়ম অনুযায়ী সরকারকে ফেরৎ দিতে হবে। সেই সঙ্গে ৮.২৫ শতাংশ হারে সুদ দিতে হলে পিএফ কর্তৃপক্ষের খরচ হবে প্রায় ১ লক্ষ ২৫ হাজার ৬৭২ কোটি টাকা।

READ MORE:  Stock Market News: ৯০০ পয়েন্ট বেড়ে ৭৫০০ পার Sensex, ৩ কারণে তরতরিয়ে বাড়ছে শেয়ার মার্কেট | Sensex, Nifty On High

এই পরিমাণ টাকার দেওয়ার পরেও ৫ হাজার কোটি টাকার বেশি টাকা বাড়তি থাকবে। এই পরিমাণ অর্থ বাড়তি থাকার পরেও সুদের হার ৮.২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৮.৫৫ শতাংশ কেন করা হল না সে ব্যাপারে উঠছে প্রশ্ন। ৮.৫৫ শতাংশ হারে সুদ দেওয়ার পরেও প্রায় ৭৪২ কোটি টাকা বাড়তি থেকে যেত। ২০২২-২৩ অর্থবর্ষে ঘাটতি রাখার পরেও সুদের হার বাড়ানো হয়েছিল। এবার তাহলে নয় কেন? থাকছে এই প্রশ্ন।

READ MORE:  PF Account: চাকরি বদলালেও হবে না সমস্যা, অ্যাকাউন্ট ট্র্যান্সফার জলভাতের মতো সহজ করল EPFO | PF Account Transfer
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.