PF Interest Rate: PF এর নয়া সুদের হার ঘোষণা, হাঁফ ছেড়ে বাঁচলেন কর্মী থেকে পেনশনভোগীরা | Good News For Employees And Pensioners
শ্বেতা মিত্র, কলকাতা: কর্মীদের জন্য চলে এল বিরাট খবর। কর্মচারী ভবিষ্যনিধি তহবিলের সুদের হার নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে EPFO। এই খবরের জন্য দীর্ঘ দিন ধরেই কর্মীরা অপেক্ষা করে ছিলেন। অবশেষে পাওয়া গেল আপডেট। আপডেট পাওয়া মাত্র, কর্মীদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে খুশির আমেজ।
২০২৪-২৫ অর্থ বর্ষের জন্য প্রভিডিয়েন্ট ফান্ডের জন্য সুদের হার না কমানোর সিদ্ধান্ত নিয়েছে EPFO। নতুন সিদ্ধান্তের পর, পিএফ অ্যাকাউন্টের সুদের হার ৮.২৫ শতাংশে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা একটি ইতিবাচক সিদ্ধান্ত বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।
এর আগে, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা বা EPFO ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য EPF-এর সুদের হার সামান্য বৃদ্ধি করে ৮.২৫ শতাংশে উন্নীত করেছিল। এই সুদের হার এবারেও বহাল রাখা হচ্ছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইপিএফও-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (সিবিটি) শুক্রবারের বৈঠকে ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য ইপিএফ-এর উপর ৮.২৫% সুদের হার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। যা চূড়ান্ত বলে বিবেচিত হয়।
জানা গিয়েছে, ২০২২-২৩ অর্থ বর্ষে এই সুদের হার ছিল ৮.১৫ শতাংশ। ২০২২ সালের মার্চ মাসে ২০২১-২২ অর্থবর্ষে EPF-এর সুদের হার কমিয়ে ৮.১ শতাংশ করা হয়েছিল, যা চার দশকের মধ্যে সর্বনিম্ন বলে মনে করা হচ্ছে। ২০২০-২১ সালে এই সুদের হার ছিল ৮.৫ শতাংশ।২০২২ সালের মার্চ মাসে, EPFO তার ৭ কোটিরও বেশি গ্রাহকের জন্য ২০২১-২২ অর্থবর্ষে EPF-এর সুদের হার ৮.৫% থেকে কমিয়ে ৮.১% করার সিদ্ধান্ত নিয়েছিল।
আর পড়ুনঃ টানা দু’দিন সোনার দামে ধস, সপ্তাহান্তে চমক দেখাচ্ছে রুপোর দাম! রইল আজকের রেট
বস্তুত, প্রভিডিয়েন্ট ফান্ডের সুদের হার বাড়ানো হবে নাকি কমানো হবে, সে ব্যাপারে সাধারণ মানুষের মনে প্রশ্ন থেকেই যাচ্ছিল। সুদের হার না কমানোর ফলে কর্মীদের অনেকেই যে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, সেটা বলাই বাহুল্য।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.