লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Pi Network: Pi Coin-এর রেকর্ড রিটার্ন! মাত্র ২৪ ঘণ্টায় ৩০% লাভ, বিনিয়োগ করলেই লক্ষ্মীলাভ | Investment Idea

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: ক্রিপ্টো দুনিয়ায় বড়সড় চমক। বিটকয়েন বা ইথেরিয়াম নয়, এবার মাত্র একদিনেই নজর কাড়ল Pi Network। বিগত 24 ঘন্টায় এই ক্রিপ্টো কারেন্সি 30% রিটার্ন দিয়েছে। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। যা বিটকয়েন বা ইথেরিয়ামকে কার্যত টেক্কা দিয়েছে। শুক্রবার রাত 8টা থেকে শনিবার রাত 8টা, মাত্র 24 ঘণ্টার ব্যবধানেই 30 শতাংশ রিটার্ন এনেছে Pi Coin।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

পরিসংখ্যান কী বলছে?

ক্রিপ্টো মার্কেটের বিশ্লেষক ওয়েবসাইট অনুযায়ী, Pi Coin এর দাম শুক্রবার রাত 8টায় ছিল মাত্র 0.6027 মার্কিন ডলার। আর সেখানে শনিবার রাত 8টায় তা বেড়ে দাঁড়ায় 0.7816 মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 67 টাকা। মানে যদি আপনি একদিন আগে 10 হাজার টাকা বিনিয়োগ করতেন, তাহলে 24 ঘন্টার ব্যবধানে টাকার অঙ্ক দাঁড়াত 13 হাজার।

READ MORE:  Government Employee: ৩০ জুন অবধি হাতে সময়! DA বৃদ্ধির আগেই সরকারি কর্মচারীদের জন্য নয়া স্কিম | Unified Pension Scheme

একদিনে 30% লাভ

Pi Network এর শুরুটা ছিল দারুণ। কিন্তু মার্চ মাসে এর শেয়ার অনেকটাই ধাক্কা খায়। একেবারে মুখ থুবড়ে পড়ে। অনেকেই বলেছিলেন, এ আর ফিরে দাঁড়াতে পারবে না। তবে সময় যে একদিনের ব্যবধানে বদলে যায়, তা হয়তো অনেকেই জানতো না। আর সেটাই প্রমাণ করল Pi Coin। মাত্র একদিনে 30% রিটার্ন এবং এক সপ্তাহে 65% লাভ এনে রেকর্ড স্পর্শ করলো Pi Network।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

সাত দিনে 65% রিটার্ন

হিসাব বলছে, পেছনের 7 দিনে Pi Coin এর দাম বেড়েছে প্রায় 65 শতাংশ। যদি কেউ 1 লক্ষ টাকা ইনভেস্ট করতেন, তাহলে মাত্র এক সপ্তাহে তিনি পেয়ে যেতেন 1.65 লক্ষ টাকা। হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আর এমন লাভ বাজারে খুব কম ক্রিপ্টো কারেন্সিই দিতে পেরেছে।

READ MORE:  কৃষকদের জন্যে দারুণ সুখবর, প্রত্যেক কৃষক এবার পাবে ৫৬৫০ টাকা করে

লঞ্চও ছিল বেশ জাঁকজমকপূর্ণ

গত 20ই ফেব্রুয়ারি Pi Coin লঞ্চ হয়েছিল। প্রথম এর দাম ছিল 1.84 মার্কিন ডলার। মাত্র চার দিনের মধ্যেই 25শে ফেব্রুয়ারি রাত 10টায় এর দাম এসে দাঁড়ায় 1.59 মার্কিন ডলার। যদিও তারপর থেকে দর পতন হতে থাকে। কিন্তু এক সপ্তাহ আগে ফের শুরু হয়েছে এর র‍্যালি। আর শেষ 24 ঘন্টায় পুরো খেলা ঘুরে গিয়েছে।

অন্যান্য ক্রিপ্টো মার্কেটের কী অবস্থা?

Pi Coin যেখানে একদিনে 30% উঠেছে, সেখানে অন্যান্য শেয়ারগুলির পারফরম্যান্স ছিল নগন্য। হিসাব বলছে, বিটকয়েন মাত্র 3.7 শতাংশ বৃদ্ধি পেয়েছে, ইথেরিয়াম মাত্র 6.4% বৃদ্ধি পেয়েছে, Ripple মাত্র 8% বৃদ্ধি পেয়েছে এবং Solana মাত্র 9.3% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ, গোটা মার্কেটেই সবুজ সংকেত। কিন্তু Pi Network এর তীব্র গতি বিনিয়োগকারীদের মধ্যে আবারো আশার আলো সঞ্চার করেছে।

READ MORE:  স্পোক ও প্যাডেল ছাড়াই সাইকেল! নতুন হাবলেস সাইকেল দেখে চমকে গেলেন মোদি

সতর্কবার্তা

ক্রিপ্টো দুনিয়া যেমন এক এক সময় চমক দেয়, তেমনই অনেক সময় সর্বস্ব ছিনিয়ে নেয়। তাই শুধুমাত্র সোশ্যাল মিডিয়া দেখে বা হঠাৎ লাভ দেখে বিনিয়োগ না করাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। নিজে আগে ভালোভাবে রিসার্চ করুন এবং বুঝেশুনেই সিদ্ধান্তের পথে হাঁটুন। কারণ আমরা শুধুমাত্র মার্কেট সম্বন্ধে কিছু তথ্য দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করার জন্য বাধ্য করি না। আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হলে Indi Hood Bangla কোনরকম দায়বদ্ধতা নেবে না।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.