PM কিষাণ যোজনার ১৯তম কিস্তির টাকা ঢোকার তারিখ জানিয়ে দিল কেন্দ্র, এখনই দেখে নিন
গোটা দেশের কৃষকদের আর্থিক সুরক্ষায় বড় ভূমিকা পালন করছে প্রধানমন্ত্রীর চালু করা পিএম কিষান সম্মান নিধি যোজনা। এবার এই প্রকল্পের আওতায় ১৯তম কিস্তির টাকা পাঠানোর নির্দিষ্ট দিন জানিয়ে দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানিয়ে দিয়েছেন, ২৪শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের ভাগলপুর থেকে একটি সরকারি অনুষ্ঠানের মাধ্যমে পিএম কিষান সম্মান নিধি যোজনার আয়তায় ১৯তম কিস্তি সরাসরি কৃষকদের ব্যাংক একাউন্টে পাঠাবেন। এর আগে গত বছরের অক্টোবর মাসে মহারাষ্ট্রের ওয়াসিম জেলায় এই প্রকল্পের ১৮তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক একাউন্টে দেওয়া হয়েছিল।
প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনার আওতায় দেশের কৃষকরা প্রতি বছরে ৬০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান। এই অর্থ তিনটি কিস্তিতে কৃষকদের ব্যাংক একাউন্টে দেওয়া হয়, যার প্রতিটি কিস্তির পরিমাণ ২০০০ টাকা। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল, কৃষকদের আর্থিকভাবে সাহায্য করা এবং তাদের চাষের কাজে আরো মনোযোগ বাড়ানো।
প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনার আয়তায় সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর অবশ্যই নিজের নামে জমি থাকতে হবে। যারা অন্যের জমিতে চাষ করেন তারা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না। এই প্রকল্পের শর্ত অনুযায়ী-
কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনা প্রকল্প চালু করেছে। এই প্রকল্পটি বিশেষত ছোট এবং প্রান্তিক কৃষকদের জন্য খুব উপকারী, যারা চাষের জন্য প্রয়োজনীয় খরচ বহনের সমস্যার সম্মুখীন হন।
১৮তম কিস্তি পাঠানোর প্রায় ৪ মাস হয়ে গেছে। এবার ১৯তম কিস্তির টাকা নিয়ে বড় সুখবর আসছে। আশা করা হচ্ছে কৃষকদের ব্যাংক একাউন্টে সরাসরি টাকা পৌঁছাবে ২৪শে ফেব্রুয়ারি থেকে।
যে সমস্ত কৃষকরা ইতিমধ্যেই পিএম কিষান সম্মান নিধি যোজনায় নিজের নাম নথিভুক্ত করেছেন তাদের ব্যাংক একাউন্টে সরাসরি এই টাকা জমা হবে। যাদের একাউন্টে এখনো টাকা আসেনি তারা নিকটবর্তী CSC বা কৃষি দপ্তরের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা…
আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন, তাহলে একটি দুর্দান্ত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিজীবীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি (EPF) আর্থিক সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি…
Samsung এই বছরের শুরুতে Galaxy S25 সিরিজের তিনটি মডেল লঞ্চ করেছে এবং শোনা যাচ্ছে যে…
This website uses cookies.