Categories: চাকরি

PM Internship Scheme 2025: প্রতি মাসে মিলবে ৫০০০ টাকা, শেষ সুযোগ কেন্দ্রের ইন্টার্নশিপ প্রকল্পে আবেদন করার | Central Government Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি সরকারি ইন্টার্নশিপ ট্রেনিং-এর সুযোগ খুঁজছেন, যেখানে ট্রেনিং নিলে ভবিষ্যতে চাকরির সুযোগ দেওয়া হবে এবং পাশাপাশি প্রতি মাসে মিলবে মোটা অঙ্কের স্টাইপেন্ড? তাহলে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ যোজনা ২০২৫ (PM Internship Scheme 2025) হতে পারে আপনার জন্য সুবর্ণ সুযোগ। কারণ এই ট্রেনিং-এর দ্বিতীয় পর্যায়ের আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, যা চলবে ৩১শে মার্চ পর্যন্ত। আগে ১২ই মার্চ এই ট্রেনিং-এ আবেদনের শেষ তারিখ ছিল। কিন্তু তা বাড়িয়ে ৩১শে মার্চ পর্যন্ত করা হয়েছে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

বেশ কিছু সূত্র মারফর জানা যাচ্ছে, এই ইন্টার্নশিপে ১ লক্ষ তরুণ-তরুণী নির্বাচিত হবে। তাই আপনি যদি এখনও এই ইন্টার্নশিপে আবেদন না করে থাকেন, তাহলে এখনই অনলাইনের মাধ্যমে আবেদন সারুন। কারণ একবার সুযোগ হাতছাড়া হয়ে গেলে আর ফিরে আসবে না।

কাদের জন্য এই ইন্টার্নশিপ?

এই ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করতে গেলে প্রার্থীদের কিছু যোগ্যতা পূরণ করতে হয়। সেগুলি হল-


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

১) আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ২৪ বছরের মধ্যে। 

২) ফুলটাইম চাকরি বা শিক্ষায় সংযুক্ত থাকা যাবে না। 

৩) অনলাইন বা ডিস্ট্যান্স লার্নিং কোর্স করা কোন শিক্ষার্থী এখানে আবেদন করতে পারবে না। 

৪) যদি পরিবারের কেউ সরকারি চাকরিতে যুক্ত থাকে, তাহলে এই ইন্টার্নশিপে আবেদন করা যাবেনা। 

৫) পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম হতে হবে। 

৬) IIT, IIM, IISER, IIIT, NID, NLU-এর মতো প্রতিষ্ঠানে গ্রাজুয়েট প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে না।

৭) যারা ইতিমধ্যেই অন্যান্য সরকারি স্কিল ট্রেনিং প্রোগ্রামে যুক্ত রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে না। 

8) CA, CMA, CS, MBBS, BDS, MBA বা মাস্টার্স ডিগ্রিধারীরা এই ইন্টার্নশিপ ট্রেনিং-এর সুযোগ পাবে না।

কত টাকা স্টাইপেন্ড মিলবে?

যেমনটা জানা যাচ্ছে, পিএম ইন্টার্নশিপ প্রকল্পে প্রতি মাসে ৫০০০/- টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে, যেখানে কেন্দ্র সরকার দেবে ৪৫০০/- টাকা এবং সংশ্লিষ্ট কোম্পানির ফান্ড থেকে দেওয়া হবে ৫০০/- টাকা। এছাড়া অতিরিক্ত এককালীন ৬০০০/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

কীভাবে আবেদন করবেন?

প্রধানমন্ত্রী ইন্টারসিপ ট্রেনিং-এ আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে-

১) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট pminternship.mca.gov.in-এ ভিজিট করুন।

২) এরপর হোমপেজে থাকা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন।

৩) এরপর মোবাইল নাম্বার এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

৪) এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন এবং আবেদন ফর্ম পূরণ করুন। 

৫) এরপর ফর্মটি ভালোভাবে চেক করে সাবমিট করুন। 

৬) ভবিষ্যতে সংরক্ষণের জন্য ফর্মের একটি কপি ডাউনলোড করে রাখুন।

কেন্দ্র সরকারের এই ইন্টার্নশিপ ট্রেনিংটি তরুণদের অর্থনৈতিক সহায়তা এবং দক্ষতা বৃদ্ধির সুযোগ করে দিচ্ছে। তাই যদি আপনার যোগ্যতা এই প্রকল্পের সঙ্গে খাপ খায়, তাহলে এক মুহূর্তও দেরি না করে ৩১শে মার্চ, ২০২৫-এর আগে আবেদন সেরে নিন এবং নিজের ভবিষ্যতকে আরো একধাপ এগিয়ে নিয়ে যান।

Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.

Recent Posts

আগের থেকে ভালো হবে ক্যামেরা, Nothing Phone (3a) সিরিজের জন্য এল বিশেষ আপডেট | Nothing Phone 3a Pro Receiving Latest Update

Nothing Phone (3a) এবং Nothing Phone (3a) Pro হ্যান্ডসেটের জন্য Nothing OS 3.1 আপডেট এসেছে।…

2 minutes ago

মমতার বক্তব্য শুনতে অধীর অপেক্ষায় অক্সফোর্ড, ৪৮ ঘণ্টা আগেই হাউসফুল সভা

প্রীতি পোদ্দার, কলকাতা: বিরোধী দলের বহু বিতর্ক কাটিয়ে অবশেষে গত রবিবার ভারতীয় সময় দুপুর ১২টা…

29 minutes ago

পাসপোর্ট আবেদন করতে চান? অবশ্যই এই ডকুমেন্টগুলি সঙ্গে রাখুন

আন্তর্জাতিক ভ্রমণের জন্য পাসপোর্ট একটি অপরিহার্য নথি। এটি ছাড়া, আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন…

47 minutes ago

বিশ্বের সবচেয়ে দ্রুত চার্জ হওয়া 7,000mAh ব্যাটারির স্মার্টফোন আনতে চলেছে Realme

Realme GT স্মার্টফোনে ৭,০০০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের দুর্ধর্ষ কম্বিনেশন থাকবে। সুমন…

55 minutes ago

Aadhaar Card Update: শুধুমাত্র একবারই পারবেন আধার কার্ডের এই তথ্য পরিবর্তন করতে, জেনে নিন পদ্ধতি

ভারতবর্ষের প্রেক্ষাপটে আধার কার্ড যে কত বড় প্রমাণপত্র, তা আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের বলে দিতে…

1 hour ago

চিনের আগে ভারত আসতে চেয়েছিলেন ইউনূস, পাত্তা দেয়নি দিল্লি! অভিযোগ বাংলাদেশের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের দরজা খোলা না পেয়ে শেষমেশ চিন সফরে যাচ্ছেন বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তীকালীন…

1 hour ago

This website uses cookies.