PM-KMY: ৫৫ টাকা বিনিয়োগে মাসে ৩০০০ পেনশন দেবে কেন্দ্র সরকার, কীভাবে তুলবেন নিজের নাম? | Pradhan Mantri Kisan Maandhan Yojana
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারত কৃষিপ্রধান দেশ। আর এখানে কৃষকদের ভূমিকা অপরিসীম। কিন্তু কৃষকদের অবসরকালীন জীবন অনেক সময় অনিশ্চয়তার মুখে পড়ে। অনেকেই বৃদ্ধ বয়সে চাষবাস চালিয়ে যেতে পারেন না। আর তখনই অর্থের টানাটানি পড়ে। এই সমস্যা সমাধান করতেই ২০১৯ সালে কেন্দ্র সরকার ‘প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা’ (PM-KMY) চালু করেছিল, যেখানে কৃষকদের প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশন দেওয়া হয়।
সবথেকে মজার ব্যাপার হল, আপনার যদি ২ হেক্টর বা তার কম চাষযোগ্য জমি থাকে তাহলে আপনি খুব সহজেই এই স্কিমের আওতায় আসতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক, কীভাবে এই স্কিমে যোগ দেবেন এবং কী কী সুবিধা পাবেন এই প্রকল্পের আওতায়।
কেন্দ্র সরকারের চালু করা প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা (PM-KMY) কৃষকদের আর্থিক সহায়তা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। সাধারণত ৬০ বছর বয়সের পর এই স্কিমের আওতায় প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশন দেওয়া হয়। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, ১৮ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত নির্দিষ্ট টাকা জমা করলেই এই সুবিধা পাওয়া যাবে। কৃষকরা যা টাকা জমা দেবেন, সমপরিমাণ টাকা সরকারও দেবে।
সূত্র বলছে, কৃষকদের বয়স যদি ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হয় তাহলে প্রতি মাসে ৫৫ টাকা করে জমা দিতে হবে এবং ৪০ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত কৃষককে প্রতি মাসে ২০০ টাকা করে জমা দিতে হবে। অর্থাৎ, কৃষক যে পরিমাণ টাকা জমা দেবে সরকার ঠিক সেই টাকা দ্বিগুণ করে ফেরত দেবে।
এই স্কিমের আওতায় সব কৃষকরাই যে আবেদন করতে পারবে এমনটা কিন্তু নয়। প্রথমত, যাদের জমির পরিমাণ ২ হেক্টর বা তার কম তারাই এই স্কিমে আবেদন করতে পারবে। দ্বিতীয়ত, কৃষকের বয়স দরকার ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, যারা EPFO, NPS বা অন্য কোন সরকারি পেনশন স্কিমের আওতায় রয়েছে তারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবে না।
আপনি যদি এই স্কিমের আওতায় আসতে চান তাহলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কিন্তু যদি আবেদন করতে কোন সমস্যা হয়, তাহলে নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে (CSC) গিয়ে আবেদন করতে পারবেন। তবে বলে রাখি, আবেদন করার সময় অবশ্যই আধার কার্ড, জমির কাগজপত্র, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি জমা করতে হবে।
সর্বোপরি কৃষকদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। মাত্র ৫৫ টাকা থেকে ২০০ টাকা প্রতি মাসে জমা দিয়ে বৃদ্ধ বয়সে নিশ্চিত মাসিক পেনশন পাওয়া যায় এই প্রকল্পের আওতায়। তাই আর দেরি না করে আজই আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার (CSC) বা অনলাইনে আবেদন করুন এবং ভবিষ্যৎকে সুরক্ষিত করুন।
ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী আম্রপালি দুবে ফের একবার ইন্টারনেটে ঝড় তুলেছেন। সম্প্রতি তার একটি ভিডিও…
সহেলি মিত্র, কলকাতা: উৎসবের আবহে লটারি লাগল লক্ষ লক্ষ সরকারি কর্মীর। আবারো এক দফায় ডিএ…
ভোজপুরি সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মনালিসা আবারও ইন্টারনেটের তাপমাত্রা বাড়িয়ে দিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার…
Nothing-এর সাব-ব্র্যান্ড CMF ভারতে তাদের দ্বিতীয় স্মার্টফোন CMF Phone 2 Pro লঞ্চ করল। এর দাম…
প্রীতি পোদ্দার, কলকাতা: এক সপ্তাহ আগে গত সোমবার ২০১৬ সালের এসএসসি (SSC) পরীক্ষায় যোগ্য অযোগ্যদের…
সম্প্রতি লঞ্চ হয়েছে OnePlus 13T ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এর পরপরই ওয়ানপ্লাস চায়নার প্রেসিডেন্ট লি জিয়ে ঘোষণা…
This website uses cookies.