PM SVANidhi Scheme: সহজেই আবেদন, ব্যবসার জন্য ৫০ হাজার টাকা দেবে সরকার! মিলবে বিরাট সুবিধাও | PM Svanidhi Scheme Give Loans Up To Rs 50000 For Business
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: দেশের মানুষের স্বার্থে কেন্দ্রীয় সরকার একের পর এক নানা জনদরদী প্রকল্পের আয়োজন করে চলেছে। মেয়েদের শিক্ষা, কৃষকদের সুবিধা থেকে শুরু করে মহিলাদের ক্ষেত্রেও নানা আর্থিক সুবিধা প্রদান করতে অসংখ্য প্রকল্পের আয়োজন করে চলেছে সরকার। আর সেই সকল প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী স্বনিধি স্কিম (PM SVANidhi Scheme)।
জানা গিয়েছে কেন্দ্রীয় সরকারের অন্যতম এই প্রধানমন্ত্রী স্বনিধি স্কিম (PM SVANidhi Scheme) হল রাস্তার বিক্রেতাদের জন্য এক ক্ষুদ্রঋণ প্রদানের প্রকল্প। যা এক কথায় বলা যায় কেন্দ্রীয় সরকারের এক গুরুত্বপূর্ণ প্রয়াস। এই স্কিমের মাধ্যমে ফুটপাতে বসা বিক্রেতাদের আর্থিক সহায়তা যেমন দেওয়া হয় ঠিক তেমনই প্রতি ক্ষুদ্র ব্যবসায়ীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। জানা গিয়েছে এই স্বনিধি প্রকল্পের মাধ্যমে ফুটপাতে বিক্রি করা ব্যবসায়ীদের ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। ৭ শতাংশ হারে এই ঋণ দেওয়া হয়।
আসলে ২০২০ সালে মহামারীর কারণে ভারতে ধীরে ধীরে লকডাউনের ফলে রাস্তার বিক্রেতাদের পেশার উপর নেতিবাচক প্রভাব পড়েছে। সেইসময় কোনো জিনিস ঠিকভাবে বিক্রি না হওয়ায় সংসার চালাতে রীতিমত তাঁদের কালঘাম ছুটেছে। তাই সেই এই বিষয়টি বিবেচনা করে, গৃহায়ন ও নগর বিষয়ক মন্ত্রণালয় বিক্রেতা এবং রাস্তার ব্যবসায়ীদের জন্য একটি ব্যাপক পরিবর্তন এনেছে। তাঁদের আর্থিক উন্নয়নের প্রস্তাব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী স্বনিধির একটি প্রকল্প নেওয়া হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এই স্কিমের বৈশিষ্ট্যগুলি কী কী।
এই স্কিমের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অনলাইনে PM SVANidhi-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং আবেদনকারীর প্রয়োজনীয় বিবরণ ও তথ্য জমা দিতে হবে। সমস্ত আবেদন ভালো করে যাচাই করে সাবমিট অপশনে ক্লিক করে দিলেই আবেদন গ্রহণ সম্পন্ন হবে।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.