লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

PM SVANidhi Scheme: সহজেই আবেদন, ব্যবসার জন্য ৫০ হাজার টাকা দেবে সরকার! মিলবে বিরাট সুবিধাও | PM Svanidhi Scheme Give Loans Up To Rs 50000 For Business

Published on:

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: দেশের মানুষের স্বার্থে কেন্দ্রীয় সরকার একের পর এক নানা জনদরদী প্রকল্পের আয়োজন করে চলেছে। মেয়েদের শিক্ষা, কৃষকদের সুবিধা থেকে শুরু করে মহিলাদের ক্ষেত্রেও নানা আর্থিক সুবিধা প্রদান করতে অসংখ্য প্রকল্পের আয়োজন করে চলেছে সরকার। আর সেই সকল প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী স্বনিধি স্কিম (PM SVANidhi Scheme)।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

প্রধানমন্ত্রী স্বনিধি স্কিম কী?

জানা গিয়েছে কেন্দ্রীয় সরকারের অন্যতম এই প্রধানমন্ত্রী স্বনিধি স্কিম (PM SVANidhi Scheme) হল রাস্তার বিক্রেতাদের জন্য এক ক্ষুদ্রঋণ প্রদানের প্রকল্প। যা এক কথায় বলা যায় কেন্দ্রীয় সরকারের এক গুরুত্বপূর্ণ প্রয়াস। এই স্কিমের মাধ্যমে ফুটপাতে বসা বিক্রেতাদের আর্থিক সহায়তা যেমন দেওয়া হয় ঠিক তেমনই প্রতি ক্ষুদ্র ব্যবসায়ীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। জানা গিয়েছে এই স্বনিধি প্রকল্পের মাধ্যমে ফুটপাতে বিক্রি করা ব্যবসায়ীদের ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। ৭ শতাংশ হারে এই ঋণ দেওয়া হয়।

READ MORE:  আধার যাচাই নিয়ে বড় পরিবর্তন, KYC এর পর আধার কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র

আসলে ২০২০ সালে মহামারীর কারণে ভারতে ধীরে ধীরে লকডাউনের ফলে রাস্তার বিক্রেতাদের পেশার উপর নেতিবাচক প্রভাব পড়েছে। সেইসময় কোনো জিনিস ঠিকভাবে বিক্রি না হওয়ায় সংসার চালাতে রীতিমত তাঁদের কালঘাম ছুটেছে। তাই সেই এই বিষয়টি বিবেচনা করে, গৃহায়ন ও নগর বিষয়ক মন্ত্রণালয় বিক্রেতা এবং রাস্তার ব্যবসায়ীদের জন্য একটি ব্যাপক পরিবর্তন এনেছে। তাঁদের আর্থিক উন্নয়নের প্রস্তাব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী স্বনিধির একটি প্রকল্প নেওয়া হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এই স্কিমের বৈশিষ্ট্যগুলি কী কী।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

প্রধানমন্ত্রী স্বনিধি স্কিম বৈশিষ্ট্যগুলি কী কী?

  1. এই স্কিমের মাধ্যমে ১০ হাজার টাকা পর্যন্ত ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ দেওয়া হবে আবেদনকারীদের।
  2. পরবর্তী ঋণ ২০ হাজার টাকা এবং ৫০ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায়।
  3. এই ঋণে ৭ শতাংশ সুদের হারে ভর্তুকি দেওয়া হয়ে থাকে।
  4. এই স্কিমের মাধ্যমে ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করা হয়। এবং এই স্কিমের মাধ্যমে ঋণের নিয়মিত পরিশোধে উৎসাহিত করা হয়ে থাকে।
  5. ডিজিট্যাল মাধ্যমে ঋণশোধে বছরে ১২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধা রয়েছে।
  6. এছাড়াও এই ঋণ প্রকল্পের ক্ষেত্রে কার্ড দেওয়া হয়ে থাকে আবেদনকারীদের।
READ MORE:  Government Employee: ৩০ জুন অবধি হাতে সময়! DA বৃদ্ধির আগেই সরকারি কর্মচারীদের জন্য নয়া স্কিম | Unified Pension Scheme

কীভাবে আবেদন করতে হয়?

এই স্কিমের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অনলাইনে PM SVANidhi-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং আবেদনকারীর প্রয়োজনীয় বিবরণ ও তথ্য জমা দিতে হবে। সমস্ত আবেদন ভালো করে যাচাই করে সাবমিট অপশনে ক্লিক করে দিলেই আবেদন গ্রহণ সম্পন্ন হবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.