PM-SYM Scheme: বিনিয়োগ মাত্র ৫৫ টাকা, ঘরে বসেই পাবেন সরকারি কর্মীদের মতো পেনশন | Central Government Pension Scheme
শ্বেতা মিত্র, কলকাতা: সাধারণ মানুষকে সাহায্য করতে বছরের পর বছর ধরে সরকার নানারকম প্রকল্প চালিয়ে আসছে। তেমনই একটি জনদরদী প্রকল্পের প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনাও (PM-SYM Scheme) চালু করা হয়েছে, যার আওতায় পেনশন দেওয়া হবে সকলকে। এই প্রকল্পের আবেদন করে মাসে মাসে আপনিও একটা ভালো টাকা উপার্জন করতে সক্ষম হবেন। এটি একটি স্বেচ্ছাসেবী এবং অবদানমূলক পেনশন প্রকল্প।
১৮ থেকে ৪০ বছর বয়সী ব্যক্তিরা এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারবেন। যারা নির্দিষ্ট সময়ের পরে ৩ হাজার টাকা পর্যন্ত পেনশন পাবেন। অর্থাৎ চাকরি থেকে অবসর নেওয়ার পর টাকা উৎস নিয়ে ভাবনাচিন্তা করতে হবে না। যাইহোক, এই প্রকল্পের সুবিধা পেতে কী কী প্রয়োজনীয় বিষয় আছে জানেন? এই স্কিমের জন্য কারা যোগ্য হবেন?
১৮ থেকে ৪০ বছর বয়সীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। যদি কোনও অসংগঠিত কর্মী এই প্রকল্পের সদস্য হন এবং ৬০ বছর বয়স পর্যন্ত টাকা জমা রাখেন, তাহলে তিনি ৩০০০ টাকা পর্যন্ত মাসিক পেনশনের সুবিধা পাবেন। এবং তার মৃত্যুর পর, স্বামী/স্ত্রী পেনশনের ৫০ শতাংশ পাবেন। এছাড়াও, এই স্কিমে মনোনয়নের সুবিধাও পাওয়া যাবে। সুবিধাভোগী এই প্রকল্পের আওতায় যে কারো নাম যুক্ত করতে পারবেন।
এই প্রকল্পের অন্তর্ভুক্ত ব্যক্তিরা হলেন রাস্তার বিক্রেতা, মাথার উপর ভার বহনকারী, মুচি, ছেঁড়া কাপড় কুড়ানো, গৃহকর্মী, ধোপা, রিকশাচালক, গ্রামীণ ভূমিহীন শ্রমিক, কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক, তাঁত শ্রমিক, চামড়া শ্রমিক। এই লোকদের মাসিক আয় ১৫,০০০ টাকা হওয়া উচিত। এছাড়াও, যেসব কর্মচারী NPS, ESIP এবং EPFO-এর আওতায় নেই, তাদেরও এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। ১৮ বছর বয়স থেকে ৫৫ টাকা জমা দিয়ে শুরু করা যেতে পারে।
এই প্রকল্পের সুবিধা পেতে, সুবিধাভোগীকে আধার কার্ড, ব্যাঙ্ক পাসবুক এবং অ্যাটেস্টেড ফর্ম জমা দিতে হবে। যেখানে অটো-ডেবিট সুবিধার জন্য সম্মতি ফর্মও নেওয়া হবে। টাকা জমা দেওয়ার জন্য, প্রতি মাসে অটো-ডেবিটের মাধ্যমে কিস্তি কেটে নেওয়া হবে। তবে, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক এবং বার্ষিক অবদানের জন্যও ব্যবস্থা করা হবে। প্রথম কিস্তি কমন সার্ভিস সেন্টারে নগদে জমা দিতে হবে।
প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনার অধীনে প্রতি মাসে ৫৫ টাকা জমা করেন, তাহলে ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ৩০০০ টাকা পেনশন পাবেন।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে…
বেঙ্গালুরুর সংস্থা Oben Electric গত বছরের শেষে Rorr EZ নামে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছিল।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ থেকে ১০ বছর আগে ১০০০ টাকার ক্রয়ক্ষমতা কেমন ছিল, কোনও ধারণা…
Oppo গত ডিসেম্বরে Dimensity 7300 চিপসেটের সাথে A5 Pro স্মার্টফোন লঞ্চ করছিল। পাওয়ারফুল বডি স্ট্রাকচারের…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই হু হু করে বেড়েই চলেছে বন্দে ভারত (Vande…
This website uses cookies.