লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

PM Ujjwala Yojana 3.0: বিনামূল্যে গ্যাস কানেকশন ও স্টোভ, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় কীভাবে আবেদন জানুন | PM Ujjwala Yojana 3.0 Apply

Published on:

PM Ujjwala Yojana 3.0 Application: প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ৩.০ প্রকল্পে সম্পূর্ণ আবেদন পদ্ধতি এই প্রতিবেদনে আলোচনা করা হল। এক্ষেত্রে জানিয়ে রাখি, নারীদের স্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নত করার জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ৩.০ চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই উদ্যোগের মাধ্যমে দারিদ্র্যসীমার নীচে (বিপিএল) কার্ডধারী নারীদের বিনামূল্যে গ্যাস সংযোগ, স্টোভ এবং প্রথম গ্যাস রিফিল প্রদান করা হবে। এই কর্মসূচির লক্ষ্য হল, কাঠ-কয়লার মতো জ্বালানি থেকে উৎপাদিত ক্ষতিকারক ধোঁয়া থেকে নারীদের রক্ষা করা। পাশাপাশি পরিষ্কার শক্তির উৎসের ব্যবহারকে উৎসাহিত করা।

READ MORE:  UPI New Rules: PhonePe থেকে Paytm, Google সবই হবে প্রভাবিত! ১ এপ্রিল থেকে এদের চলবে না UPI | From 1st April New Rules In UPI

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ৩.০ প্রকল্পের সুবিধা :

মহিলাদের জন্য অসংখ্য সুবিধা রয়েছে, যা তাদের স্বাস্থ্য এবং সামগ্রিক জীবনযাত্রার উন্নতিতে সাহায্য করবে।

বিনামূল্যে গ্যাস সংযোগ পাবেন। এই প্রকল্পের মাধ্যমে সমস্ত যোগ্য মহিলাদের বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়া হবে।

বিনামূল্যে স্টোভ: প্রথমবারের মতো, বিনামূল্যে একটি গ্যাস স্টোভ প্রদান করা হবে।

প্রথম রিফিল: প্রাথমিক সিলিন্ডার রিফিল বিনামূল্যে করা হবে।

এর পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা তো রয়েছে। কেন্দ্রের মতে, এই প্রকল্পটি ধোঁয়ার সংস্পর্শে আসার ফলে সৃষ্ট স্বাস্থ্য সমস্যা কমাতে সাহায্য করবে।

READ MORE:  মাত্র ১০০ টাকার কম দামে আনলিমিটেড ডেটা দিচ্ছে এয়ারটেল, সেরা ৩টি প্ল্যান

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ৩.০ : কারা যোগ্য ও কী কী ডকুমেন্ট লাগবে?

আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে। আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। থাকতে হবে বিপিএল রেশন কার্ড। যারা এই প্রকল্পের পূর্ববর্তী পর্যায়ে অংশগ্রহণ করেননি তারাই কেবল যোগ্য।

আবেদন করার জন্য পরিচয় প্রমাণ হিসাবে আধার কার্ড, একটি বিপিএল রেশন কার্ড, আয়কর শনাক্তকরণের জন্য প্রয়োজন প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ প্রদানের জন্য পাসবুক, মোবাইল নম্বর, পরিচয় যাচাইয়ের জন্য পাসপোর্ট সাইজের ছবি জমা করতে হবে।

READ MORE:  Gold And Silver Price Today: অক্ষয় তৃতীয়ার দিনে চাপ কমল মধ্যবিত্তের, অনেকটাই সস্তা সোনা, রুপো! আজকের রেট | 30 APR Gold, Silver Price

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ৩.০ : আবেদন পদ্ধতি

অনলাইনে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাটে ভিজিট করুন।

তার পর সাইটে উপলব্ধ আবেদনপত্রটি সাবধানে পূরণ করুন।

উল্লেখিত সকল প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করুন।

সমস্ত তথ্য পূরণ হয়ে গেলে, আবেদনপত্র জমা দিন।

অফলাইনে, আবেদনপত্র সংগ্রহ করার জন্য নিকটতম গ্রাম পঞ্চায়েত অফিসে যান।

সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করুন এবং প্রয়োজনীয় নথি সংযুক্ত করুন।

তার পর পূরণ করা ফর্মটি গ্রাম পঞ্চায়েত অফিসে জমা দিন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.