Poco C61 Discount: ৬ হাজার টাকার কমে কিনুন ডুয়েল ক্যামেরার Poco স্মার্টফোন, কাল অফার শেষ | Best Smartphone Under 6000
ফ্লিপকার্টে চলছে OMG সেল। এই সেল চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। আর এই সেলে প্রতিটি রেঞ্জের স্মার্টফোনে দুর্দান্ত ডিল দেওয়া হচ্ছে। আপনার বাজেট যদি কম থাকে, কিন্তু প্রিমিয়াম ডিজাইন ও অত্যাধুনিক ফিচারের ফোন খুঁজে থাকেন, তাহলে এই সেল থেকে Poco C61 কিনতে পারেন। ফ্লিপকার্টে এর ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে মাত্র ৫,৮৯৯ টাকা।
শুধু তাই নয়, ফ্লিপকার্ট OMG সেল চলাকালীন, এর সাথে ৫ শতাংশ পর্যন্ত ব্যাঙ্ক অফার পাওয়া যাবে। এরজন্য ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। আবার Poco C61 এর উপর এক্সচেঞ্জ অফারও রয়েছে। ফোনটির ইএমআই শুরু হবে ২০৮ টাকা থেকে।
পোকো সি৬১ ফোনের সামনে দেখা যাবে ১৬৫০ x ৭২০ পিক্সেল রেজোলিউশনের ৬.৭১-ইঞ্চি এইচডি প্লাস IPS LCD প্যানেল। এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ৩ ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইএমএমসি ৫.১ ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি জি৩৬ দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য পোকো সি৬১ স্মার্টফোনে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার প্রধান ক্যামেরা ৮ মেগাপিক্সেল। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট করে।
সিকিউরিটির জন্য ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। অপারেটিং সিস্টেমের কথা বললে, এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে। ডিভাইসটির কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ডুয়েল ফোরজি ভোল্টিই, ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন, ব্লুটুথ ৫.০, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.