লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Poco C61 Discount: ৬ হাজার টাকার কমে কিনুন ডুয়েল ক্যামেরার Poco স্মার্টফোন, কাল অফার শেষ | Best Smartphone Under 6000

Published on:

ফ্লিপকার্টে চলছে OMG সেল। এই সেল চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। আর এই সেলে প্রতিটি রেঞ্জের স্মার্টফোনে দুর্দান্ত ডিল দেওয়া হচ্ছে। আপনার বাজেট যদি কম থাকে, কিন্তু প্রিমিয়াম ডিজাইন ও অত্যাধুনিক ফিচারের ফোন খুঁজে থাকেন, তাহলে এই সেল থেকে Poco C61 কিনতে পারেন। ফ্লিপকার্টে এর ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে মাত্র ৫,৮৯৯ টাকা।

শুধু তাই নয়, ফ্লিপকার্ট OMG সেল চলাকালীন, এর সাথে ৫ শতাংশ পর্যন্ত ব্যাঙ্ক অফার পাওয়া যাবে। এরজন্য ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। আবার Poco C61 এর উপর এক্সচেঞ্জ অফারও রয়েছে। ফোনটির ইএমআই শুরু হবে ২০৮ টাকা থেকে।

READ MORE:  POCO M7 5G Airtel Launched: সস্তায় চলে এল POCO M7 5G Airtel স্মার্টফোন, ১০ হাজার টাকার কমে ৫০ মেগাপিক্সেল সনি ক্যামেরা | POCO M7 5G Airtel Price in India

Poco C61 ফিচার এবং স্পেসিফিকেশন

পোকো সি৬১ ফোনের সামনে দেখা যাবে ১৬৫০ x ৭২০ পিক্সেল রেজোলিউশনের ৬.৭১-ইঞ্চি এইচডি প্লাস IPS LCD প্যানেল। এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ৩ ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র‌্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইএমএমসি ৫.১ ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি জি৩৬ দেওয়া হয়েছে।

READ MORE:  পুরো ৫০০০ টাকা ছাড়, জলের দরে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Poco স্মার্টফোন

ফটোগ্রাফির জন্য পোকো সি৬১ স্মার্টফোনে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার প্রধান ক্যামেরা ৮ মেগাপিক্সেল। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট করে।

সিকিউরিটির জন্য ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। অপারেটিং সিস্টেমের কথা বললে, এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে। ডিভাইসটির কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ডুয়েল ফোরজি ভোল্টিই, ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন, ব্লুটুথ ৫.০, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক।

READ MORE:  ৭ হাজার টাকার কমে Redmi সহ সেরা তিন স্মার্টফোন, পাবেন ১২ জিবি র‌্যাম সহ বড় ব্যাটারি | Best Smartphone Under 7000 Rupees

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.