পোকোর একটি নতুন বাজেট ফ্রেন্ডলি ফোন এপ্রিলে ভারতে আসতে চলেছে। নয়া মডেলটির নাম Poco C71। আনুষ্ঠানিকভাবে লঞ্চের আগেই স্মার্টফোনটির ছবি অনলাইনে ফাঁস হয়েছে। এর ডিজাইন অন্যতম আকর্ষণ হতে চলেছে। বাজেট ফোন হওয়া সত্ত্বেও এতে ডুয়াল টোন প্যানেল রয়েছে। সোনালী রং নান্দনিকতায় নতুন মাত্রা যোগ করেছ। এটি খুব সম্ভবত Redmi A5 মডেলটির রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে এদেশে আসবে। চলুন দেখে নেওয়া যাক, Poco C71 সম্পর্কে কী কী তথ্য প্রকাশ হল।
Poco C71 ডিজাইন ও ভারতে লঞ্চের তারিখ
টিপস্টার সঞ্জু চৌধুরি জানিয়েছেন, পোকো সি৭১ ভারতে ৪ই এপ্রিল লঞ্চ হতে পারে। তাঁর শেয়ার করা ছবিতে ফোনটিকে সোনালী রঙে দেখা গিয়েছে। পিছনের প্যানেলে ডুয়াল টোন ডিজাইন রয়েছে। পিল আকৃতির ক্যামেরা মডিউলে একটি চকচকে সোনালী রিম আছে। জানিয়ে রাখি, ফোনটি গত বছর ভারতের বিআইএস সার্টিফিকেশন পেয়েছিল। আর তখন থেকে লঞ্চের জল্পনা শুরু হয়েছিল।
Redmi A5/Poco C71: স্পেসিফিকেশন
উল্লেখ্য, পোকো সি৭১ আসলে রেডমি এ৫-এর রিব্র্যান্ডেড ভার্সন বলে শোনা যাচ্ছে। রেডমির ফোনটিতে ৬.৮৮ ইঞ্চির এলসিডি ডিসপ্লে প্যানেল রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং এইচডি প্লাস (৭২০ x ১৬৪০ পিক্সেল) রেজোলিউশন সমর্থন করে। এই ফোনে ইউনিসক টি৭২৫০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ।
পিছনে ৩২ মেগাপিক্সেল এআই ক্যামেরা ও সামনের দিকে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ৫,০০০ এমএএইচ ব্যাটারি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং অফার করবে। সিকিউরিটির জন্য, সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ (গো এডিশন) অপারেটিং সিস্টেমে চলে, যা লো-এন্ড হার্ডওয়্যারের জন্য তৈরি অ্যান্ড্রয়েডের একটি হালকা সংস্করণ।