লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Poco C71 Price: মাত্র 5999 টাকায় 12GB র‌্যাম সহ 32MP ক্যামেরা, Poco C71 ফোনের সেল শুরু হচ্ছে | Poco C71 Sale 8 April

Published on:

নতুন স্মার্টফোন কিনতে চান কিন্তু বাজেট খুবই কম, তাহলে আপনার জন্য আমরা একটি নতুন ফোনের সন্ধান দিতে পারি। আসলে সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Poco C71। আর আগামীকাল এই স্মার্টফোনের সেল শুরু হবে। এতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সহ সেগমেন্টের সবচেয়ে বড় ডিসপ্লে। সাথে পাওয়া যাবে 5200mAh বড় ব্যাটারি। এটি সেগমেন্টের একমাত্র ফোন যেখানে 12GB পর্যন্ত র‍্যাম রয়েছে। Poco C71 এর এয়ারটেল এডিশনের দাম 5999 টাকা। আসুন ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Poco C71 এর দাম এবং সেলের তারিখ

ভারতে পোকো সি71-এর 4GB+64GB ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে 6,499 টাকা। আর এর 6GB+128GB ভ্যারিয়েন্টের দাম 7,499 টাকা। ফোনটির প্রথম সেল 8 এপ্রিল দুপুর 12টা থেকে শুরু হবে এবং এটি ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। এটি তিনটি কালার অপশনে এসেছে – কুল ব্লু, ডেজার্ট গোল্ড এবং পাওয়ার ব্ল্যাক।

READ MORE:  Motorola Edge 50 Price Cut: ৭০০০ টাকা দাম কমলো Motorola-র লোহার মতো ফোনের, পড়েও ভাঙবে না, জল লাগলেও নষ্ট হবে না | Motorola Edge 50 with Military Grade Certification

তবে কোম্পানির তরফে বলা হয়েছে যে, Poco C71 Airtel Version এর দাম শুরু হবে 5,999 টাকা থেকে, যার সেল 10 এপ্রিল দুপুর 12টা থেকে শুরু হবে। এয়ারটেল গ্রাহকদের 50GB অতিরিক্ত ডেটা দেওয়া হবে।

Poco C71 এর স্পেসিফিকেশন ও ফিচার

পোকো সি71 ফোনে 5200mAh ব্যাটারির সাথে সেগমেন্টের সবচেয়ে বড় ডিসপ্লে রয়েছে। এতে আছে 6.88 ইঞ্চি এইচডি প্লাস (720×1640 পিক্সেল) ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz, টাচ স্যাম্পলিং রেট 240Hz, এবং ব্রাইটনেস লেভেল 600 নিটস। এই ডিসপ্লে ট্রিপল TÜV রাইনল্যান্ড আই-প্রোটেকশন সার্টিফিকেশনসহ এসেছে। আবার এর ডিসপ্লে ভেজা হাতেও টাচ করলে কাজ করবে বলে দাবি করা হয়েছে।

READ MORE:  ফোন হয়ে যাবে কম্প্যাক্ট ক্যামেরা, Infinix আনছে Zero সিরিজ মিনি ট্রাই-ফোল্ড স্মার্টফোন | Infinix Zero Series Mini Tri-Fold Concept Smartphone Unveiled

পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে ইউনিসোক T7250 চিপসেটে ব্যবহার করা হয়েছে, যার সাথে 6GB পর্যন্ত ফিজিক্যাল র‍্যাম এবং 6GB পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে এবং এটি চার বছরের সিকিউরিটি আপডেটসহ দুই বছরের অ্যান্ড্রয়েড ওএস আপডেট পাবে।

ফটোগ্রাফির জন্য, Poco C71 ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে 32 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ফোনে 15W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ 5200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

READ MORE:  বাজেট ৮ থেকে ৯ হাজার টাকা, দুর্দান্ত ক্যামেরা ও ফিচারের এই দুই ফোন আপনার জন্য

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.