লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Poco C75 5G Price: ৮০০০ টাকার মধ্যে 5G ফোন, অবিশ্বাস্য দামে আজই কিনুন ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Poco C75 5G | 5G Smartphone Under 8000 Rupees

Published on:

এখন সবাই 5G কানেক্টিভিটির স্মার্টফোন কিনতে চান। তবে বেশিরভাগ ক্রেতাদের ভাবনা ৮০০০ টাকার কমে ভালো 5G ফোন কেনা সম্ভব নয়। যদিও ধারণা বদলে দিয়েছে Poco C75 5G ডিভাইসটি। জনপ্রিয় শপিং প্ল্যাটফর্ম Flipkart-এ এই ফোনটি মাত্র ৭,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এর সাথে আবার আকর্ষণীয় ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে।

Poco C75 5G এর দাম ও অফার

পোকো সি৭৫ এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৭,৯৯৯ টাকা। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ও আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পাবেন ৪০০ টাকা ডিসকাউন্ট। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করলে সর্বোচ্চ ৫,৩৩০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে।

READ MORE:  Best Smartphones for Free Fire BGMI Call of Duty: Free Fire বা BGMI খেলার জন্য সেরা পাঁচ স্মার্টফোন, Vivo T3 Ultra সহ OnePlus Nord 4 আছে লিস্টে | Best Smartphone Under 30000 Rupees

Poco C75 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

পোকো সি৭৫ ৫জি ডিভাইসে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪এস জেন ২ চিপসেট। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস কাস্টম স্কিনে চলে। ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল Sony প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

READ MORE:  বাজারে আসছে Realme 14T ও Realme C75x, সস্তায় 6000mAh সহ দুর্দান্ত ক্যামেরা

Poco C75 5G এর সামনে দেখা যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮৮ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লে ৬০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫১৬০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ফোনটি IP52 ডাস্ট এবং স্প্ল্যাশ রেজিস্ট্যান্স রেটিং সহ এসেছে।

READ MORE:  Samsung Galaxy A26 Design: নয়া ডিজাইন ও দুর্দান্ত ফিচার সহ Samsung Galaxy A26 বাজারে ঝড় তুলতে আসছে, দাম কত থাকবে | Samsung Galaxy A26 Launch Date
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.