লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Poco F7: দিন গোনা শুরু, পোকোর বিখ্যাত ফ্ল্যাগশিপ কিলার কবে দেশের বাজারে আসবে জানুন | Poco F7 India Launch Timeline

Published on:

অঙ্কিতা মন্ডল, কলকাতা: Poco F7 Pro এবং F7 Ultra আগামী ২৭শে মার্চ সিঙ্গাপুরে লঞ্চ হতে চলেছে। যদিও শাওমির সাব ব্র্যান্ডটি … Read more

অঙ্কিতা মন্ডল, কলকাতা: Poco F7 Pro এবং F7 Ultra আগামী ২৭শে মার্চ সিঙ্গাপুরে লঞ্চ হতে চলেছে। যদিও শাওমির সাব ব্র্যান্ডটি বেস Poco F7 কবে লঞ্চ করবে সে সম্পর্কে এখনও কিছু জানায়নি, কিন্তু একজন টিপস্টার ভারতে ফোনটির লঞ্চের সময়সূচী ফাঁস করেছেন। এটি এই সিরিজের অন্য দুই মডেলের মতোই Snapdragon চিপসেটে চলবে বলে জানা গিয়েছে। এতে গত বছরের Poco F6 5G-এর তুলনায় একঝাঁক আপগ্রেড থাকবে বলে আশা করা হচ্ছে।

READ MORE:  Realme P2 Pro 5G Price Cut: ৮০০০ হাজার টাকা দাম কমলো, Realme P3 লঞ্চের আগেই সস্তা Realme P2 Pro 5G | Realme P2 Pro 5G Discount Offer

Poco F7 ভারতে কবে লঞ্চ হবে?

জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলের একটি পোস্টে দাবি করেছেন যে, Poco F7 এই বছরের মে বা জুন মাসের কোনও এক সময়ে ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে। এটি Snapdragon 8s Elite চিপসেটের সাথে আসবে বলে শোনা যাচ্ছে। উল্লেখ্য, পূর্বসূরী Poco F6 5G গত বছরের মে মাসে Snapdragon 8s Gen 3 চিপসেট সহযোগে বাজারে এসেছিল।

READ MORE:  মাত্র ১৫৫১ টাকা মাসে দিয়ে OnePlus Nord 4 কেনার দুর্দান্ত সুযোগ, লোভনীয় অফার এখানে | OnePlus Nord 4 Discount Offer

উল্লেখ্য, Poco F7 Pro এবং Poco F7 Ultra সিঙ্গাপুরে একটি ইভেন্টে ২৭শে বিশ্বব্যাপী লঞ্চ হবে। পোকোর প্রিমিয়াম লাইনআপে প্রথমবার Ultra মডেল আসতে চলেছে। F7 Pro কোয়ালকমের Snapdragon 8 Gen 3 প্রসেসর দ্বারা পরিচালিত হবে, যেখানে F7 Ultra একই কোম্পানি আরও শক্তিশালী Snapdragon 8 Gen 3 চিপসেট অফার করবে। উভয় মডেলে ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে থাকবে।

READ MORE:  Samsung Galaxy F06 5G Launched: রেডমি-রিয়েলমিদের খেলা শেষ, 10 হাজারের মধ্যে অনবদ্য 5G ফোন লঞ্চ করল Samsung | Samsung Galaxy F06 5G Price

তাৎপর্যপূর্ণ বিষয় হল, অনেকদিন ধরে জল্পনা চললেও পোকো এখনও স্ট্যান্ডার্ড Poco F7 মডেলের অস্তিত্ব নিশ্চিত করেনি।।পূর্ববর্তী একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, ভারতের গ্রাহকরা কেবল লাইনআপের বেস মডেলটি পাবেন। Poco F7 Pro ও F7 Ultra ভারতে লঞ্চের সম্ভাবনা খুব কম। আর স্ট্যান্ডার্ড মডেলটি Redmi Turbo 4-এর একটি আন্তর্জাতিক ভেরিয়েন্ট হিসেবেও আসবে বলেও শোনা যাচ্ছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.