Poco F7 Pro Design: লঞ্চের আগেই ফাঁস হল Poco F7 Pro ও F7 Ultra স্মার্টফোনের ডিজাইন, দেখে নিন ছবি | Poco F7 Ultra Leaked Render Reveal

Poco F7 সিরিজ নিঃসন্দেহে মিড-রেঞ্জে এই বছরের বহু প্রত্যাশিত পারফরম্যান্স-ভিত্তিক ফোনগুলির মধ্যে একটি। সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, Poco F7 Pro এবং Poco F7 Ultra সহ গোটা সিরিজটি ভারত ও গ্লোবাল মার্কেটে ২৭শে মার্চ লঞ্চ হতে পারে। দিনক্ষণ ফাঁস হওয়ার পর এখন স্মার্টফোন দুটির রেন্ডার অনলাইনে প্রকাশিত হয়েছে। ছবিগুলি Poco F7 লাইনআপের ডিজাইন ও কালার অপশন ফাঁস করেছে।

Poco F7 Pro ও Poco F7 Ultra: ডিজাইন, কালার

টিপস্টার পারস গুগলানির শেয়ার করা ছবিতে, Poco F7 Pro রূপালী এবং নীল রঙে দেখা গিয়েছে, যেখানে Poco F7 Ultra হলুদ এবং কালো বিকল্পে দৃশ্যমান হয়েছে। উভয় স্মার্টফোনেই একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল রয়েছে। কিন্তু আল্ট্রা মডেলটিতে তিনটি ক্যামেরা লেন্স এবং প্রো ভার্সনে মাত্র দুটি লেন্স রয়েছে বলে অনুমান করা হচ্ছে।

READ MORE:  ফিচারে ঠাসা iQOO Neo 9 Pro 5G ফোনে ৪০০০ টাকা ডিসকাউন্ট অফার, শুরু হয়েছে বাম্পার সেল

উল্লেখ্য, Redm K80 লাইনআপের সাথে Poco F7 সিরিজের ডিজাইনের মিল রয়েছে। যেমন গোলাকার ক্যামেরা আইল্যান্ড এবং পিছনে ডুয়াল-টোন ফিনিশ, সমতল প্রান্ত, মাইক্রো-কার্ভড স্ক্রিন এবং ডানদিকের ফ্রেমে বোতাম। এই বিষয়গুলি ইঙ্গিত করে যে, ফোন দুটি যথাক্রমে Redmi K80 ও Redmi K80 Pro-এর রিব্র্যান্ডেড সংস্করণ।

স্পেসিফিকেশন ও দাম (সম্ভাব্য)

Poco F7 Pro মডেলটি Snapdragon 8 Gen 3 চিপসেটের সাথে আসবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, F7 Ultra-তে Snapdragon 8 Elite প্রসেসর থাকার সম্ভাবনা। দুই ফোনই অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম নির্ভর হাইপারওএস কাস্টম স্কিনে চলবে। ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বাধিক ৫১২ জিবি স্টোরেজ অপশন পাওয়া যাবে।

READ MORE:  Vivo T4x 5G First Sale: প্রথম সেলে আজ সস্তায় Vivo T4x 5G ফোন, ৬৫০০mAh বড় ব্যাটারি সহ আছে দুর্দান্ত ক্যামেরা | Vivo T4x 5G Sale Today

সম্প্রতি ফাঁস হওয়া আমাজনের একটি লিস্টিং থেকে জানা গিয়েছে যে, গ্লোবাল মার্কেটে Poco F7 Pro-এর দাম প্রায় ৫৯৯ ইউরো (প্রায় ৫৭,০০০ টাকা) থেকে শুরু হবে। এবং F7 Ultra-এর দাম ৭৪৯ ইউরো (প্রায় ৭১,০০০ টাকা) উল্লেখ করা হয়েছে। তবে, ভারতে ফোনগুলির এত দাম হবে না বলে নিশ্চিত করা যায়।

READ MORE:  স্ন্যাপড্রাগন প্রসেসর সহ ৪ জিবি র‌্যাম সহ সস্তায় আসছে Poco M7 5G
Scroll to Top