পোকোর পরবর্তী বাজেট স্মার্টফোন Poco M7 5G আগামী ৩ মার্চ লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে। ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে ফোনটির একটি ল্যান্ডিং পেজ বানানো হয়েছে, যা ধীরে ধীরে বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করতে শুরু করেছে। এই মডেলটি ১০,০০০ টাকার রেঞ্জে আসবে বলে ইঙ্গিত দিয়েছে কোম্পানি। আর এখন আপডেট করা ল্যান্ডিং পেজ ডিভাইসটির ক্যামেরা স্পেসিফিকেশন, ব্যাটারি সাইজ সহ বিভিন্ন ডিটেলস সামনে এনেছে।
Poco M7 5G কেমন ফিচার্স অফার করবে
Poco M7 5G-তে ৫০ মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি ক্যামেরা থাকবে বলে নিশ্চিত করা হয়েছে, যা ৩০ ফ্রেম প্রতি সেকেন্ডে ১০৮০ পিক্সেল ভিডিও রেকর্ড করতে সক্ষম হবে। সেলফি ও ভিডিয়ো কলের জন্য, এতে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে। ফোনটিতে ৫,১৬০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। যদিও বাক্সে একটি ৩৩ ওয়াট চার্জার সরবরাহ করবে।
পোকোর এই ব্যাটারি ১৩ দিনের স্ট্যান্ডবাই টাইম এবং ৫৬ ঘন্টার ভয়েস কলিং অফার করবে৷ সংস্থা আগেই নিশ্চিত করেছে যে Snapdragon 4 Gen 2 চিপসেট এবং ৬ জিবি র্যাম থাকবে। ইন্টার্নাল স্টোরেজ থাকবে ১২৮ জিবি এবং র্যাম অতিরিক্ত ৬ জিবি ভার্চুয়ালি বৃদ্ধি করা যাবে। ডিভাইসটি দুই মেজর সিস্টেম আপডেট এবং চার বছর সিকিউরিটি প্যাচ পাবে।
অন্যান্য স্পেসিফিকেশনের কথা বললে, Poco M7 5G স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬০০ নিট ব্রাইটনেস সহ ৬.৮৮ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, থাকতে চলেছে। TUV সার্টিফিকেশন থাকার ফলে আলামদায়ক ভিউয়িং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। ফোনটিতে TUV লো ব্লু লাইট রয়েছে, যা চোখের চাপ এবং ঘুমের ব্যাঘাত কমাতে নীল আলোর সংস্পর্শ কমায়। এছাড়া, জল ও ধুলো থেকে রক্ষার জন্য IP62 রেটিং থাকছে।