লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Poco M7 5G India Launch Date: ১০,০০০ টাকার মধ্যে সেরা ৫জি ফোন আনছে পোকো, ১২ জিবি র‍্যামের সঙ্গে ৩ মার্চ লঞ্চ হবে | Poco M7 5G Price India

Published on:

Poco M7 5G জল্পনার অবসান ঘটিয়ে আগামী মাসে ভারতে আসছে। শাওমির সাব-ব্র্যান্ডটি ২০২৩ সালে প্রকাশিত Poco M6 5G-এর উত্তরসূরী হিসাবে এই স্মার্টফোন লঞ্চ করবে। পোকো তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে Poco M7 5G মডেলের ডিজাইন ও স্পেসিফিকেশন প্রকাশ করেছে। এতে Snapdragon 4 Gen 2 প্রসেসর ও একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল থাকবে। এটি ভারতে ফ্লিপকার্টের মাধ্যমে উপলব্ধ হবে বলে নিশ্চিত করা হয়েছে।

READ MORE:  Infinix GT 30 Pro Features: এবার সস্তায় গেমিং ফোনের স্বপ্নপূরণ, দুর্ধর্ষ ফিচার্সের সঙ্গে লঞ্চ হচ্ছে Infinix GT 30 Pro

Poco M7 5G মার্চের এই তারিখে ভারতে আসছে

সংস্থাটি তাদের অফিসিয়াল এক্স (পূর্বনাম টুইটার) হ্যান্ডেলের মাধ্যমে ঘোষণা করেছে যে, পোকো এম৭ ৫জি ভারতে ৩ মার্চ দুপুর ১২ টায় লঞ্চ হবে। ব্র্যান্ডের শেয়ার করা টিজার পোস্টারে হ্যান্ডসেটটি নীল রঙে দেখা গিয়েছে। ফোনটির পিছনে বৃত্তাকার আকৃতির ক্যামেরা আইল্যান্ড বর্তমান। ভারতের বাজারে দাম ১০,০০০ টাকার মধ্যে থাকবে।

পোকো এম৭ ৫জি-এর কিছু স্পেসিফিকেশনও প্রকাশ করা হয়েছে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর ব্যবহার করা হবে। সাথে ১২ জিবি র‍্যাম (৬ জিবি টার্বো বা ভার্চুয়াল র‍্যাম) মিলবে। অনলাইন শপিং প্লাটফর্ম ফ্লিপকার্টে ইতিমধ্যেই স্মার্টফোনটির একটি ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ হয়েছে।

READ MORE:  OnePlus Red Rush Days Sale: 19 হাজার টাকা ডিসকাউন্ট, বিরাট ছাড়ে OnePlus 13, OnePlus 12 থেকে OnePlus Nord CE 4 ফোন | OnePlus Smartphone Discount Rs 19000

প্রসঙ্গত, পূর্বসূরী Poco M7 5G ভারতে এসেছিল ২০২৩ সালের ডিসেম্বরে। লঞ্চের সময় দাম ছিল ১০,৪৯৯ টাকা। এই ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৪ ইঞ্চি এইচডি+ (৭২০x১৬০০ পিক্সেল) ডিসপ্লে, MediaTek Dimensity 6100+ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

READ MORE:  Realme Carnival Sale: শুরু হল রিয়েলমি কার্নিভাল সেল, ৪০০০ টাকা পর্যন্ত ছাড়ে Realme P3 Pro 5G সহ একাধিক ফোন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.