লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Poco M7 5G Launch: গরীব মানুষদের জন্য সেরা 5G স্মার্টফোন লঞ্চ করল Poco, সস্তায় পাবেন ভরপুর ফিচার্স | Poco M7 5G Launched in India

Published on:

১০,০০০ টাকার কমে একটি দুর্দান্ত স্মার্টফোন এল বাজারে। আমরা কথা বলছি Poco M7 5G নিয়ে। অপেক্ষার অবসান ঘটিয়ে এই ফোনটি আজ ভারতে লঞ্চ হয়েছে। ডিভাইসটি তার সেগমেন্টে সবচেয়ে বড় ডিসপ্লে পেয়েছে। পাশাপাশি এটি তার বিভাগে একমাত্র মডেল যা Snapdragon প্রসেসর অফার করে। এছাড়াও, ফাইভ-জি নেটওয়ার্ক সাপোর্ট এবং দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেটের প্রতিশ্রুতি দিচ্ছে পোকো।

ভারতে Poco M7 5G ফোনের দাম ও লভ্যতা

ভারতে পোকো এম৭ ৫জি-এর বেস মডেলের দাম ৯,৯৯৯ টাকা, যা ৬ জিবি + ১২৮ জিবি স্টোরেজ অফার করে। অন্যদিকে, ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভার্সনের মূল্য ১০,৯৯৯ টাকা। ফোনটি স্যাটিন ব্ল্যাক, মিন্ট গ্রিন এবং ওশান ব্লু কালার অপশনে পাওয়া যাবে। ৭ মার্চ দুপুর ১২টা থেকে ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি শুরু হবে।

READ MORE:  Poco M7 5G Sale Today: প্রথম সেলে আজ সবচেয়ে সস্তায় Poco M7 5G, কাল থেকে বাড়বে দাম, সেরা ক্যামেরা সহ আছে দুর্দান্ত ফিচার | Poco M7 5G Price

Poco M7 5G: স্পেসিফিকেশন ও ফিচার্স

পোকো এম৭ ৫জি সেগমেন্টের সবচেয়ে বড় ডিসপ্লের সঙ্গে এসেছে যার সাইজ ৬.৮৮ ইঞ্চি। এটি এইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও ৬০০ নিট হাই-ব্রাইটনেস মোড অফার করে। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট এবং অ্যাড্রেনো জিপিইউ দ্বারা চালিত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে। ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট রয়েছে।

READ MORE:  মোবাইলে খেলতে পারবেন বড় বড় গেমস! বাজেট-ফ্রেন্ডলি গেমিং ফোন আনল Asus

ফটোগ্রাফির জন্য পোকো এম৭ ৫জি-এর ব্যাক প্যানেলে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (সোনি আইএমএক্স৮৫২) এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলের জন্য সামনের দিকে ৮ মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫.১৬০ এমএএইচ ব্যাটারি মিলবে। তবে, কোম্পানি বাক্সে একটি ৩৩ ওয়াট অ্যাডাপ্টার বান্ডেল করছে।

সফটওয়্যার দিক থেকে, ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪- ভিত্তিক হাইপারওএস কাস্টম স্কিনে রান করে। পোকো ২ বছরের অ্যান্ড্রয়েড আপডেট ও ৪ বছরের সিকিউরিটা প্যাচের প্রতিশ্রুতি দিচ্ছে। অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ১৫০ শতাংশ ভলিউম বুস্ট।

READ MORE:  Best Smartphone Under 12000: ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Redmi, OnePlus, Poco স্মার্টফোন, দাম শুরু ১০৯৯৯ টাকা থেকে | Best Smartphone 108 Megapixel Camera

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.