Poco M7 5G Launch: গরীব মানুষদের জন্য সেরা 5G স্মার্টফোন লঞ্চ করল Poco, সস্তায় পাবেন ভরপুর ফিচার্স | Poco M7 5G Launched in India
১০,০০০ টাকার কমে একটি দুর্দান্ত স্মার্টফোন এল বাজারে। আমরা কথা বলছি Poco M7 5G নিয়ে। অপেক্ষার অবসান ঘটিয়ে এই ফোনটি আজ ভারতে লঞ্চ হয়েছে। ডিভাইসটি তার সেগমেন্টে সবচেয়ে বড় ডিসপ্লে পেয়েছে। পাশাপাশি এটি তার বিভাগে একমাত্র মডেল যা Snapdragon প্রসেসর অফার করে। এছাড়াও, ফাইভ-জি নেটওয়ার্ক সাপোর্ট এবং দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেটের প্রতিশ্রুতি দিচ্ছে পোকো।
ভারতে পোকো এম৭ ৫জি-এর বেস মডেলের দাম ৯,৯৯৯ টাকা, যা ৬ জিবি + ১২৮ জিবি স্টোরেজ অফার করে। অন্যদিকে, ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভার্সনের মূল্য ১০,৯৯৯ টাকা। ফোনটি স্যাটিন ব্ল্যাক, মিন্ট গ্রিন এবং ওশান ব্লু কালার অপশনে পাওয়া যাবে। ৭ মার্চ দুপুর ১২টা থেকে ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি শুরু হবে।
পোকো এম৭ ৫জি সেগমেন্টের সবচেয়ে বড় ডিসপ্লের সঙ্গে এসেছে যার সাইজ ৬.৮৮ ইঞ্চি। এটি এইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও ৬০০ নিট হাই-ব্রাইটনেস মোড অফার করে। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট এবং অ্যাড্রেনো জিপিইউ দ্বারা চালিত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে। ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম সাপোর্ট রয়েছে।
ফটোগ্রাফির জন্য পোকো এম৭ ৫জি-এর ব্যাক প্যানেলে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (সোনি আইএমএক্স৮৫২) এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলের জন্য সামনের দিকে ৮ মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫.১৬০ এমএএইচ ব্যাটারি মিলবে। তবে, কোম্পানি বাক্সে একটি ৩৩ ওয়াট অ্যাডাপ্টার বান্ডেল করছে।
সফটওয়্যার দিক থেকে, ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪- ভিত্তিক হাইপারওএস কাস্টম স্কিনে রান করে। পোকো ২ বছরের অ্যান্ড্রয়েড আপডেট ও ৪ বছরের সিকিউরিটা প্যাচের প্রতিশ্রুতি দিচ্ছে। অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ১৫০ শতাংশ ভলিউম বুস্ট।
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
মে মাসের শুরুতেই একের পর এক ফল প্রকাশের তোড়জোড়। হ্যাঁ, গরমের ছুটির মধ্যেই এবার অপেক্ষার…
ভারতের কৃষকদের জন্য সুখবর! প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) যোজনার আওতায় সরকার কৃষকদের বছরে ৬০০০…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে যোগ দিতে পারেন ভারতের অন্যতম সেরা…
This website uses cookies.